• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডেনের পিচ নিয়ে বেশ চিন্তিত ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর

বলতে দ্বিধা নেই, বোলারদের কাছে উইকেটটা অনেক প্রিয় হতে পারে। বিশেষ করে রিভার্স সুইং যে বোলাররা করে, তাঁদের কোনওভাবে দলের বাইরে রাখা যাবে না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইডেন উদ্যানে পিচ নিয়ে গভীর চিন্তায় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আসলে যে ধরনের উইকেট চেয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য, তা কিন্তু পাননি। অধিনায়ক শুভমন গিলকে নিয়ে বেশ কয়েকবার উইকেট প্রত্যক্ষ করলেন। এমনকি, বোলিং কোচ মর্নিং মর্কেলও সঙ্গে ছিলেন। ভারতের অধিনায়ক শুভমন গিল কথা প্রসঙ্গে জানান, এখনও উইকেটে ঘাস রয়েছে। তাই শুক্রবার সকালে যে দল প্রথমে বোলিং করার জন্য ছুটবেন, তাঁরা কিন্তু বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবেন। অর্থাৎ সুইং হবে। সেই কারণে তিনিও বুঝতে পারছেন না, শেষ পর্যন্ত উইকেট কেমন হবে খেলার দিনে। ইডেনের উইকেট সবসময় চরিত্র বদল করে। গত বুধবার যে উইকেট দেখেছিলাম, সেই উইকেটে চরিত্র একরকম, আবার বৃহস্পতিবারের উইকেটের ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে। সেই কারণে বলতে দ্বিধা নেই, বোলারদের কাছে উইকেটটা অনেক প্রিয় হতে পারে। বিশেষ করে রিভার্স সুইং যে বোলাররা করে, তাঁদের কোনওভাবে দলের বাইরে রাখা যাবে না।

বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনে দেখা গিয়েছে অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ঋষভ পন্থকে। বেশ কিছুক্ষণ অনুশীলন করেন লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, আকাশদীপ, সাই সুদর্শন ও কুলদীপ যাদবরা। কোচের নজর ছিল বিশেষ করে কুলদীপ যাদবের উপরে। আসলে বেশ কয়েকটা দিন ইডেনের উইকেট যেভাবে রোদ পেয়েছে, তাতে পিচ শুষ্ক হতে পারে। তাই কুলদীপ যাদব এই উইকেটে দুরন্ত ভূমিকা নিতে পারেন, বলে ভাবা হচ্ছে। এমনকি দেখা গিয়েছে, কোচ গৌতম গম্ভীর কুলদীপ যাদবকে নিয়ে আলাদাভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে। পাশাপাশি বলতে হয়, কুলদীপকে কিছু নির্দেশ দিয়েছেন কোচ। কুলদীপের পরেই বিশেষ নজর দিয়েছেন শুভমনের উপরে কোচ। শুভমনকে দিয়ে ব্যাট করালে কুলদীপ, অক্ষর প্যাটেল ও স্থানীয় স্পিনারদের দিয়ে। শুভমনের কোনও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে কোচ তা বুঝিয়ে দিচ্ছেন। শুভমন চার নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন। তাই স্পিনারদের সঙ্গে কীভাবে তাঁকে মোকাবিলা করতে হবে, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কোচ।

Advertisement

ইডেনের উইকেট দেখতে প্রথমেই হাজির হয়ে গিয়েছিলেন সিএবি-র সৌরভ গাঙ্গুলি। তাঁর সঙ্গে ছিলেন কিউরেটর সুজন মুখার্জিও। সৌরভ উইকেটের চরিত্র বুঝিয়ে দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও শুভমন গিলকে।

Advertisement

Advertisement