• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লখনউ দল থেকে বাদের তালিকায় শামি ও ঈশানরা

কোন ক্রিকেটারকে ছাঁটাই করে দিল কোনও দল, কাউকে আবার তুলে নিয়ে দল শক্তিশালী করা। এই নিলাম নিয়ে কম নাটকীয় মুহূর্ত তৈরি হয় না!

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেট বলতেই টান টান উত্তেজনা। আর অল্প কিছু দিনের মধ্যেই মিনি নিলাম শুরু হবে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে বিভিন্ন দলে। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কোন দল কোন ক্রিকেটারকে দলে নেবে তার অঙ্ক কষা।

কোন ক্রিকেটারকে ছাঁটাই করে দিল কোনও দল, কাউকে আবার তুলে নিয়ে দল শক্তিশালী করা। এই নিলাম নিয়ে কম নাটকীয় মুহূর্ত তৈরি হয় না!

Advertisement

২০১৪ সালে হায়দরাবাদকে হারতে হয়েছিল ফাইনালে নাইট রাইডার্সের কাছে। কিন্তু গত মরশুমে শেষ করেছিল ষষ্ঠ স্থানে। মারকুটে ব্যাটিং এখনও শক্তিশালী। গতবারও সর্বোচ্চ ২৮৬ রান করেছিল। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে ভুগিয়েছে বোলিং। ২০১৬ সালের পর থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই অরেঞ্জ আর্মির কাছে। সেই ফাঁকফোকরগুলো মেরামত করতে হবে এবারের মিনি নিলামে।
লখনউ দল থেকে বাদের তালিকায় থাকতে পারেন মহম্মদ শামি, ঈশান কিষাণ, হর্ষল প্যাটেল ও অ্যাডাম এই দলে আসতে পারেন গুজরাতের রাবাডা ও দিল্লির মিচেল স্টার্ক।

Advertisement

Advertisement