• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সেনাবিপণিতে ট্রাম্পের ব্র্যান্ডের ওয়াইন বিক্রি, আর্থিক সুবিধে নেওয়ার অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ট্রাম্পের ব্র্যান্ডের ওয়াইন বিক্রি হচ্ছে সেনাদের শুল্কহীন বিপণি থেকে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এবং সমাজকর্মীদের অভিযোগ, এর ফলে বাড়তি আর্থিক সুবিধে পাচ্ছে ট্রাম্পের পরিবার। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে, এক্ষেত্রে কোনওরকম নিয়মভঙ্গ করা হয়নি। এতে প্রেসিডেন্টের কোনও ভূমিকাও নেই। যদিও সমালোচকদের মতে, এক্ষেত্রে আইনভঙ্গ না হলেও নীতির প্রশ্ন জড়িত। তাঁদের মতে, এই ধরণের আর্থিক সুবি্ধে নেওয়ার প্রবণতার কারণেই ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। আমেরিকার একটি বাণিজ্য বিষয়ক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সেনাদের বিপণি থেকে বিক্রি হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডের ওয়াইন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, সেন্টারভিলে সেনাদের জিনিসপত্র কেনার বিপণি থেকেই এগুলি বিক্রি হচ্ছে।
অভিযোগ উঠেছে, সব জায়গা থেকেই লাভ আত্মস্থ করার প্রবণতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এক্ষেত্রে সরাসরি আইনভঙ্গ না করা হলেও আর্থিক সুবিধে নেওয়া হচ্ছে। সিটিজেনস্ ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস্ ইন ওয়াশিংটন-এর মুখপাত্র জর্ডন লিবোউইতজ বলেছেন, সরকার যদি ট্রাম্পের সংস্থার পণ্য পাইকারি হারে কেনে তবে তা সংবিধানের বিরোধীতার সামিল। বেতন ছাড়াও এক্ষেত্রে প্রেসিডেন্টকে আরও আর্থিক সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। 
 
সমালোচকদের দাবি, ২০২৫-এর শুরুতে ওয়ার্ল্ড লিবার্টি ফিনানশিয়াল নামে একটি আর্থিক সংস্থা, পাকিস্তানের একটি নতুন ক্রিপ্টো কাউন্সিল সংস্থার সঙ্গে চুক্তি করে।ওয়ার্ল্ড লিবার্টি ফিনানশিয়ালের বেশিরভাগ সম্পত্তির শেয়ার রয়েছে ট্রাম্পের পরিবারের হাতে। ট্রাম্প নিজেই ওই সংস্থার চিফ ক্রিপ্টো অ্যাডভোকেট। ওই চুক্তি সইয়ের পরই ২৬ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলা হয়। অনেকে মনে করেন, ট্রাম্পের সংস্থার সঙ্গে চুক্তির পরই পাকিস্তানের হাত শক্ত হয়। এর ফলে প্রযুক্তি, অর্থনীতির মতো ক্ষেত্রগুলিতে ভারত-আমেরিকা সম্পর্ক ধাক্কা খায়।

Advertisement

Advertisement