• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর শীতকালীন অধিবেশন

সংসদের শীতকালীন অধিবেশন আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এ কথা জানিয়েছেন।

ফাইল চিত্র

সংসদের শীতকালীন অধিবেশন ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এক্স হ্যান্ডলে জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদীয় অধিবেশনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন। তিনি এক্সে এই তথ্য জানিয়ে বলেছেন, ‘এই অধিবেশন আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে।’

এর আগে সংসদের বাদল অধিবেশন ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চলেছিল। সেই সময় সংসদে মোট ২১টি বৈঠক হয়েছিল। তবে, রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষেই বিরোধীরা ব্যাপক হাঙ্গামা করে। বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে ১৩০ জনেরও বেশি সংসদ যোগ দিয়েছিলেন। সেই সময় লোকসভায় ১৪টি বিল পেশ হয়, যার মধ্যে ১২টি বিল পাস হয়েছিল।’

Advertisement

পাশাপাশি রাজ্যসভায় ১৫টি বিল অনুমোদন হয়েছিল। এই তালিকায় আয়কর বিল ২০২৫-ও অন্তর্ভুক্ত ছিল, যা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিয়। বিরোধী দলগুলি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে রাজ্যে ভোটার তালিকায় হেরফেরের অভিযোগ তুলেছে। বিরোধীদের জোরালো প্রতিবাদ সত্ত্বেও লোকসভা অনলাইন গেমিং বিল ২০২৫-এর প্রচার এবং নিয়ন্ত্রণ পাস করেছে।

Advertisement

Advertisement