• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগামী বছর ভারত সফরে আসতে পারেন ট্রাম্প, রুশ তেল কেনা কমানোয় বন্ধু মোদীর প্রশংসা ট্রাম্পের

মোদী তাঁর বন্ধু এবং মোদীর সঙ্গে প্রায়ই কথা হয় তাঁর। আগামী বছর ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আবার ভারত-আমেরিকা পারস্পরিক সম্পর্কের পথ হচ্ছে মসৃণ। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে কিছুদিন ধরে বিবাদ চলছিল। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানালেন যে, ভারত রাশিয়ার থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। তিনি আরও জানান, মোদী তাঁর বন্ধু এবং মোদীর সঙ্গে প্রায়ই কথা হয় তাঁর। আগামী বছর ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।

বৃহস্পতিবার ওভাল অফিসে  ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘মোদী রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। মোদী আমার বন্ধু, মাঝে  মাঝেই আমাদের মধ্যে কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন  অসাধারণ মানুষ। তিনি চান আমি ভারতে যাই। আমরা এই ব্যাপারে কথা  বলে সব ঠিক করব।‘ এরপরই এক সাংবাদিক প্রশ্ন করেন, আগামী বছর তাহলে কি ট্রাম্প ভারত সফরে আসবেন? সেই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, তা হতেই পারে।‘

Advertisement

উল্লেখ্য, কিছুদিন আগে ট্রাম্প বলেছিলেন যে, ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি সই করবে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। তাঁদের দু’জনের মধ্যে  সুসম্পর্ক রয়েছে। মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ উন্নতি করে চলেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে খুব আশাবাদী।

Advertisement

দিল্লি থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতও আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আগ্রহী। যদিও এখনও ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়নি। এক মাস আগে ট্রাম্প দাবি  করেছিলেন, মোদী রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। ভারত যদিও এই দাবিকে গুরুত্ব দেয়নি।

তবে একটি সংবাদমাধ্যম সূত্রে খবর ভারতের সংস্থা রিলায়েন্স, রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ এখন অনেকখানি কমিয়ে দিয়েছে। এই সংস্থা সবথেকে বেশি তেল কিনত রাশিয়ার কাছ থেকে। এমনও শোনা যাচ্ছে যে, রিলায়েন্স রুশ তেল কেনা একেবারেই বন্ধ করে দিতে পারে। এমনকি সরকারের নিয়ন্ত্রণাধীন তেল সংস্থাগুলিও রুশ তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement