• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাজাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল বাস, আহত কমপক্ষে ৫০ জন

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি

রাজারহাটে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল বাস। ব্রিজের রেলিং ভেঙে খালে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ।

এদিন সকাল ৭টা নাগাদ যাত্রী বাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালে পড়ে যায়। স্থানীয়দের কাছে খালটি মাজার খালে নামে পরিচিত। বাসটি বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। বাসের মধ্যে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষরা। তারাই উদ্ধার কাজ শুরু করেন।  দেগঙ্গা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Advertisement

পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, রাস্তার অবস্থা খারাপ। প্রতিদিনই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁরা। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি।

Advertisement

রাজারহাট থানা এলাকার খড়িবাড়িতে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়েরাই জলে নেমে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। আহত যাত্রীদের দেগঙ্গা হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ন’জনকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কেউ নিহত হননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement