• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লালবাজার সংলগ্ন একটি গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রথমে পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইঞ্জিন আনা হয়। কিন্তু প্রচন্ড ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে।

আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা।

বৃহস্পতিবার সকালে ব্যস্ত শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডে ঘটনা ঘটেছে। একটি গাড়ির গুদামে আচমকা এই আগুনের ঘটনায় ডালহৌসির অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

জানা গিয়েছে, একটি এসি মেশিনের শর্ট সার্কিট থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই গুদামটি একটি তিনতলা বহুতলের একতলায় অবস্থিত। সকাল ১০টা নাগাদ সেখান থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বেরোতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইঞ্জিন আনা হয়। কিন্তু প্রচন্ড ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে। সেজন্য দমকল কর্মীরা জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন।

Advertisement

এই অগ্নিকাণ্ডের জেরে ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা জানা যায়নি। পাশাপাশি এখনও কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

Advertisement

Advertisement