ছত্তিশগড়ে পরিকাঠামো, শিল্প, স্বাস্থ্য ও শক্তিক্ষেত্রে বড়সড় উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ১৪ হাজার ২৬০ কোটি টাকার এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা, শিল্পোন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলেই দাবি কেন্দ্রীয় দপ্তরের।
সরকারি সূত্রের খবর, নতুন সড়কপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি, আধুনিক স্বাস্থ্যকেন্দ্র এবং শিল্পায়নের সম্প্রসারণ— এই চারটি প্রধান ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরেই ছত্তিশগড়ের বিভিন্ন জেলার মানুষের একাধিক চাহিদা পূরণের জন্য প্রয়োজন ছিল নতুন বিনিয়োগ ও আধুনিক পরিকাঠামো। সেই শূন্যস্থান পূরণ করতেই এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Advertisement
এদিন এইসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হওয়া উচিত। ছত্তিশগড়কে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই প্রকল্পগুলি আগামী দিনে বিশেষ ভূমিকা নেবে।’ উপস্থিত মানুষের কাছে তিনি আশ্বাস দেন, কাজগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করতে কেন্দ্র নজরদারি চালাবে।
Advertisement
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকটি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি প্রকল্পগুলিও পর্যায়ক্রমে শুরু করা হবে। উন্নয়নমূলক এই উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করছে রাজ্য দপ্তর।
Advertisement



