• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিল্পীর নবজন্ম

অতএব বর্তমানের মধ্যেই তাহাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবে এই আশ্বাস যদি কেহ তাহাদের না দেয় তবে তাহারা নৈরাশ্যে ভাঙ্গিয়া পড়িবে।

ফাইল চিত্র

রম্যাঁ রলাঁ

পূর্ব প্রকাশিতর পর

Advertisement

(গ) ম্যাথিয়েজের প্রত্যুত্তর (ক্লার্তে, ১লা জুলাই ১৯২২)।
১৩। ১৯২২ সালের ১৮ই মার্চ মনাৎ ও মাতিনের সহিত আমার যে আলোচনা হয় সেই আলোচনার কথা আমার ডায়েরীতে আমি লিখিয়াছি। ইহাতে কিছু মন্তব্য আমি লিখিয়াছি যাহার ফলে বারবুসের সহিত আমার তখনকার বিতর্ক সুসম্পূর্ণ হইয়াছে।

Advertisement

প্রকাশ্য আলোচনা অপেক্ষা আর স্বাধীনভাবে আমি এই আলোচনায় ইউরোপ সম্পর্কে আমার নৈরাশ্যের কথা স্বীকার করিলাম। এই মনোভাব প্রকাশ্যে ব্যক্ত করিবার জন্য যখন আমাকে বলা হইল, আমি জবাব দিলাম, ‘‘আমার মনের গভীরে যাহা রহিয়াছে প্রকাশ্যে তাহা ব্যক্ত করিতে নৈতিকভাবে আমি অক্ষম; কারণ জনসাধারণের অধিকাংশের পক্ষে উহা সহ্য করা কঠিন হইবে। ইহা আমি নীরবে শান্তভাবে বহন করি, কারণ ইতিহাসের বহু বৃহৎ দিগন্তের সহিত আমার পরিচয় আছে। আমার দূরদৃষ্টিতে আমি যাহা দেখি তাহাতে স্বল্পদৃষ্টিতে দেখে দুর্দিনের আশঙ্কার উপশম হয়। কিন্তু জনতা ত’ বর্তমান ছাড়া আর কিছু দেখে না; অতএব বর্তমানের মধ্যেই তাহাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবে এই আশ্বাস যদি কেহ তাহাদের না দেয় তবে তাহারা নৈরাশ্যে ভাঙ্গিয়া পড়িবে।

আমি জানি বিপ্লবের মধ্য দিয়া অবিলম্বে ইউরোপের সমাজব্যবস্থা পরিবর্তনের যে দিবাস্বপ্ন তাহারা দেখিতেছে তাহা সফল হইবে; আমি জানি মুষ্টিমেয় কবলিত সাম্রাজ্যবাদের এই সবে সূচনা। এ’কথা আমি তাহাদের বলিতে পারি না এবং এ’সম্পর্কে মিথ্যাও বলিতে পারি না। আমার নিজের কথা বলিতে গেলে, আমার বিশ্বাসই আমাকে বাঁচাইয়া রাখিয়াছে;

(ক্রমশ)

Advertisement