• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিল্পীর নবজন্ম

আমর মত তাহার পক্ষেও সমস্ত ব্যাপারটি ভালোভাবে বিচার করা ছিল কঠিন। কিন্তু এ’ধরনের ব্যাপারে বিক্ষোভের সৃষ্টি হইবেই।

ফাইল চিত্র

রম্যাঁ রলাঁ

পূর্ব প্রকাশিতর পর

Advertisement

রুশ সমাজতন্ত্রী বিপ্লবীদের বিচার সম্পর্কে ‘বিপ্লবের মাতামহী’ ক্যাথারিন প্রোস্কোভ্স্কায়া লিখিত পত্রের ভূমিকা ইহাতে আমি বোলশেভিকদের বিশেষত লুনাচারস্কির নিকট হিংসা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে আবেদন জানাইলাম; (ঘ) মিউ ইয়র্কের নিউ স্টুডেন্ট পত্রিকার জন্য লিখিত (২৭শে জানুয়ারী, ১৯২৩) ‘No res Judicata pro Vertate habeatur’ নামক প্রবন্ধ—National Student Forum-এর তরুণ কমরেডদের জন্য উহা লিখিত। প্রচলিত মতামত সম্পর্কে সুস্থ সমালোচনার মনোবৃত্তি জাগাইয়া তোলা উহার উদ্দেশ্য;

Advertisement

৯) ম্যাক্স ইস্টম্যানের সহিত (১৯২১ সালের ডিসেম্বর), চীন রিচার্ড ব্লকের সহিত (জানুয়ারী-আগস্ট, ১৯২০), (ক্ষুব্ধ হিংসার মনোবৃত্তি লইয়া ইনি তখন ‘‘মনস্থিতার সমস্ত বিপ্লবী শক্তিকে সংহত করিবার’’ আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছিলেন); ফার্ণাণ্ড ডেসপ্রেসের সহিত, কঁৎ ল্যুসিদির সহিত ও অন্যান্য অনেকের সহিত (১৯২১ সালের বসন্তকাল) বিতর্ক ও পত্রবিনিময়।
কারারুদ্ধ মনাৎ-এর পক্ষ সমর্থন করিয়া প্রবন্ধাবলী রচনা (ফেব্রুয়ারী, ১৯২১ সাল)।

১০) ১৯২২ সালের ১৬ই মার্চ আমি বার্লিন হইতে ‘বিদেশে রুশ সমাজতন্ত্রী বিপ্লবীদলের’ প্রতিনিধিদের স্বাক্ষরযুক্ত দুইশত কথার একখানি সুদীর্ঘ তার পাই (এই প্রতিনিধিদল ছিল Benizinof, Roubanovitch Roussanof, Soukhomeline, Tehernof লইয়া গঠিত; Gotz, Goudelmann, Timofeef, Rakow প্রমুখ ছয়জন বিখ্যাত পুরাতন সমাজতন্ত্রী বিপ্লবীর বিচারের ও আসন্ন দণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করিবার জন্য তাহারা প্রত্যেকে স্বাধীন মানুষকে আহ্বান জানান)। আনাতোল ফ্রাঁসও অনুরূপ তার পাইয়া মস্কো সরকারের নিকট প্রতিবাদ জানাইয়া তার পাঠান; ইহাতে কিছু চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমর মত তাহার পক্ষেও সমস্ত ব্যাপারটি ভালোভাবে বিচার করা ছিল কঠিন। কিন্তু এ’ধরনের ব্যাপারে বিক্ষোভের সৃষ্টি হইবেই।

(ক্রমশ)

Advertisement