‘এসআইআর পর্ব-২’ পরিকল্পনার বিরুদ্ধে সরব হলেন প্রিয়ঙ্কা গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি এটা সরাসরি অপমান। আমাদের এই অপমানের বিরুদ্ধে লড়তে হবে।’ তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বিরোধীদের কার্যক্রমে বাধা দেওয়া এবং প্রশাসনের একাংশকে রাজনৈতিক চাপে কাজে লাগানো হচ্ছে— সবই একই কৌশলের অংশ।
প্রিয়ঙ্কা বলেন, ‘দেশজুড়ে ভয় ও দমননীতি চালানো হচ্ছে। মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু গণতন্ত্রে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আমাদের লড়াই চালাতে হবে জনগণের অধিকারের জন্য, সংবিধানের জন্য।’
Advertisement
তিনি দাবি করেন, কংগ্রেস শুধু বিরোধী দল নয়, বরং ‘জনতার আওয়াজ’। তাঁর কথায়, ‘যে দিন সাধারণ মানুষ ভয় পাবে না, সে দিন এই ভয় দেখানোর রাজনীতি নিজে থেকেই ভেঙে পড়বে।’
Advertisement
রাজনৈতিক মহলের মতে, প্রিয়ঙ্কার এই মন্তব্য শুধু কেন্দ্র নয়, রাজ্যগুলিতেও প্রশাসনিক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টির বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করছে।
Advertisement



