জগদ্ধাত্রী পূজার দিনে শহরের নানা পুজোমণ্ডপে ভক্তদের ভিড় লেগেই রয়েছে। তার মধ্যেই পোস্তা বাজারের পুজোমণ্ডপে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পৌঁছন পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। সেখানেই তিনি দেবীর চরণে প্রণাম জানান এবং পুজোর আয়োজকদের শুভেচ্ছা জানান।
পুজো মণ্ডপে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শহরের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পোস্তা এলাকার গুরুত্বের কথাও স্মরণ করেন তিনি। মমতা বলেন, ‘জগদ্ধাত্রী মা আমাদের সবার মঙ্গল করুন। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক।’
Advertisement
পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজো বহু পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। প্রতিবছর স্থানীয় ব্যবসায়ীরা মিলিতভাবে এই পুজোর আয়োজন করেন। মুখ্যমন্ত্রীর আগমনে উৎসবের আবহে আনন্দের জোয়ার বইয়ে দেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
Advertisement
Advertisement



