• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আরও শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, জেলায় জেলায় বৃষ্টির সম্ভবনা

ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলা জুড়েও। তবে তীব্র কোনও ক্ষয়ক্ষতি না হলেও, বাংলা জুড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা। উত্তাল থাকবে সমুদ্র।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ক্রমেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। মঙ্গলবার ‘মন্থা’র ল্যান্ডফল হওয়ার কথা অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়াতেনিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যেই ‘মন্থা’ আছড়ে পড়বে অন্ধ্রের উপকূলে। ল্যান্ডফলের সময় ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলা জুড়েও। তবে তীব্র কোনও ক্ষয়ক্ষতি না হলেও, বাংলা জুড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা। উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে সমুদ্র থেকে ট্রলার ঘুরিয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের উপর। নষ্ট হয়ে যেতে পারে জমির ফসলও। মৌসম ভবন আগেভাগেই পাকা ফসল তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষকদের। 

Advertisement

কলকাতায় সোমবার মোটের উপর আকাশ ঝলমলে থাকারই কথা। সন্ধ্যের দিক থেকে আংশিক মেঘলা হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা কিছু জেলায়। অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাংলার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

Advertisement