বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছেন। পাকিস্তান থেকে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জার ঢাকায় এসেছেন। শনিবার রাতে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনূস।
জানা গিয়েছে, পাক-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে পাক সেনা কর্তাদের এই সফর। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সেনা কর্তাদের সঙ্গে ইউনূসের আলোচনা হয় বলে খবর। আলোচনার পর দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, এমনই মনে করছেন অনেকে।
Advertisement
দু’দেশের সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের করার ব্যাপারে জেনারেল মির্জা সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। বৈঠকে ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারত ভুয়ো খবর ছড়াচ্ছে। জেনারেল মির্জা বলেন, ‘আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে।’
Advertisement
জেনারেল মির্জা আরও জানিয়েছেন, করাচি-চট্টগ্রাম নৌপথ ইতিমধ্যেই চালু হয়েছে, আর ঢাকা-করাচি বিমান রুট কয়েকমাসের মধ্যে চালু হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সমাজমাধ্যমে মিথ্যা খবর এবং গোপন তথ্য ছড়ানোর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি বলেন, ‘ফেক নিউজ এবং বিভ্রান্তিকর তথ্য সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। একে রোধ করতে বিশ্বকে উদ্যোগ নিতে হবে।’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Advertisement



