• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

স্কুলে গ্রুপ-সি কর্মী নিয়োগে অভিজ্ঞদের বাড়তি নম্বর দেবে এসএসসি

নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকের মতোই এবার গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগেও অভিজ্ঞদের নম্বর দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার মতোই এবার গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগেও অভিজ্ঞদের বাড়তি নম্বর দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সর্বোচ্চ ৫ নম্বর দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, গ্রুপ-সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য ওএমআরের শিটে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ ১০ নম্বর থাকবে। ইন্টারভিউয়ে ১০ নম্বর এবং কম্পিউটার টাইপিং ও কম্পিউটার সংক্রান্ত জ্ঞানের জন্য থাকছে মোট ১৫ নম্বর।

গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। যদিও দাগি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের যেমন বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, তেমনই সুবিধা পাবেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা। এসএসসি সূত্রের খবর, আইনজ্ঞদের পরামর্শ মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisement

সম্প্রতি রাজ্যের সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ-সি (করণিক) পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৪৮টি শূন্যপদ রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ৩ ডিসেম্বর। গ্রুপ-সি পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করেছে এসএসসি।

Advertisement

Advertisement