• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জাতীয় রাজধানী অঞ্চল তথা এনসিআর অঞ্চলে মানুষের কাছে উন্নত ও সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ছবি: এএনআই

রাজধানীর যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনের সময় তিনি বলেন, ‘যশোদা হাসপাতাল জাতীয় অগ্রাধিকারগুলিকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছে। এটি উত্তর ভারতের প্রথম কেন্দ্র হিসেবে প্রাইভেট সেক্টরে টিবি নির্মূলের সিস্টেম (এসটিইপিএস) অন্তর্ভুক্ত করা হয়েছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি চাই এই প্রতিষ্ঠান জাতীয় উদ্যোগগুলিতে বিশেষ করে সিকল সেল অ্যানিমিয়ার সংক্রান্ত বিষয়ে যতটা সম্ভব অবদান রাখুক। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সামাজিক সেবা এবং জাতীয় সেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়। আমি আশা করি, দেশীয় মনোভাব এবং চিকিৎসা গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে এই চিকিৎসা প্রতিষ্ঠান স্থানীয় এবং জাতীয় স্বাস্থ্য সেবাকে উন্নত করতে কার্যকর প্রচেষ্টা চালাবে।’

Advertisement

তিনি দেশের দুর্বল ও সরকারি সুবিধা না পাওয়া মানুষের কথাও উল্লেখ করেন এবং বলেন, ‘অনেক অবহেলিত মানুষ দেশের বিভিন্ন অংশে বসবাস করছেন, যাঁরা দেশের উন্নয়নে অবদান রাখেন। তাঁদের প্রতিটি ক্ষেত্রে সমর্থন প্রদান করা উচিত।’

Advertisement

এদিন উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, গবেষক ও চিকিৎসা বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে হাসপাতালকে শুধু চিকিৎসা সেবা প্রদানের কেন্দ্র হিসেবে নয়, বরং সামাজিক ও জাতীয় সেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদের যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘যশোদা মেডিসিটি জন্য এটি এক গর্বের বিষয় যে, এটি দক্ষিণ এশিয়ার রোবোটিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়েছে।’

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘ডাক্তার পিএন অরোরা যখন দেখলেন তাঁর মা ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, তখন তিনি উপলব্ধি করলেন চিকিৎসা মানে শুধু বিজ্ঞান নয়, বরং সহমর্মিতা, আন্তরিকতা এবং নিষ্ঠার সংমিশ্রণ। এই অভিজ্ঞতা আজ যশোদা মেডিসিটি প্রতিষ্ঠার জন্ম দিয়েছে।’

অন্যদিকে, এনসিআর অঞ্চলে স্বাস্থ্যপরিষেবা উন্নয়নে যশোদা মেডিসিটি হাসপাতালের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, জাতীয় রাজধানী অঞ্চল তথা এনসিআর অঞ্চলে মানুষের কাছে উন্নত ও সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দ্রুত উন্নতির প্রসঙ্গ টেনে যোগী বলেন, ‘যশোদা মেডিসিটির মতো আধুনিক স্বাস্থ্যকেন্দ্রগুলি শুধু প্রযুক্তিগত উৎকর্ষই আনছে না, বরং সাধারণ মানুষকে গুণগত চিকিৎসা সেবা পাওয়ার নতুন দিগন্ত খুলে দিচ্ছে।’

Advertisement