• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আগ্রায় পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

দয়ালবাদ এলাকার বাসিন্দা অংশু গুপ্তা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই তাঁকে ধরে ফেলে পুলিশে খবর দেন।

প্রতীকী চিত্র

উত্তর প্রদেশের আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। আহত হয়েছেন দু’জন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ নাগলা বুধি এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি এসইউভি ৭ জন পথচারীকে ধাক্কা মারে। এরপর একটি ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। এর ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দয়ালবাদ এলাকার বাসিন্দা অংশু গুপ্তা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই তাঁকে ধরে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। দেহগুলি স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল।

Advertisement

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘দ্রুত গতিতে এসে গাড়িটি সকলকে ধাক্কা দেয়। আমার বোন সহ বেশ কয়েকজন ঘটনাস্থলেই মারা যান।’ গাড়িটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের দোকানগুলিতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, ‘পাঁচজনকে উদ্ধার করে এসএন মেডিক্যাল কলেজে আনা হলেও কোনও লাভ হয়নি। ঘটনাস্থলেই মারা যান সকলে।’

Advertisement

Advertisement