অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ব্যর্থতা কোনওভাবেই নিজের কাঁধে নিতে চাইছেন না কোচ গৌতম গম্ভীর। কোচ নিভৃতিতে থেকে যেভাবে প্রথম একাদশ তৈরি করছেন, তাতে ভারতীয় দল কোনওভাবেই সাফল্য পেতে পারে না, তা স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম একদিনের ম্যাচে পার্থে ভারতের লজ্জাজনক হারের পিছনে যুদ্ধজয়ের অঙ্ক একেবারে ভুল ছিল। সেই ভুল থেকে কোনও শিক্ষা আসেনি কোচ গৌতম গম্ভীরের। যাতে তাঁর ভুল অঙ্ক কোনওভাবেই প্রকাশ্যে না আসতে পারে, তার জন্য হয়তো নিজের পিঠ বাঁচাতে চাইছেন অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যর্থতার কারণ দেখিয়ে। এটা ঠিক, দীর্ঘ কয়েক মাস বাদেই ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি মাঠে নেমেছেন। স্বাভাবিকভাবেই তাঁদের প্রতি সবার নজর থাকবে। সবাই আশা করেছিলেন, এই দুই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে ভালো রান আসবে। কিন্তু সেই আশা অন্ধকারেই থেকে গিয়েছে।
প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি পুরোপুরি ব্যর্থ হন। তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই দুই ভারতীয় ক্রিকেট তারকাকে নিয়ে। দ্বিতীয় একদিনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এই তারকা ক্রিকেটারদের উপরেই নির্ভর করে দল গঠন করেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু প্রশ্ন, তিনি যেভাবে পরপর দু’টি ম্যাচে দল গঠন করলেন, তাতে অনেক ভুলভ্রান্তি উঠে এসেছে। তাঁর ভুল যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসতে পারে, তার জন্য তিনি ভারতের খারাপ ফলাফলের জন্য ঢাল করতে চাইছেন বিরাট কোহলিকে।
Advertisement
রোহিত শর্মা ঘুরে দাঁড়িয়ে বড় রানের ইনিংস খেলেছেন। কিন্তু বিরাট শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরত যাওয়াতে কোচ গৌতম গম্ভীর একটা বড় অস্ত্র পেয়ে যান। এই অস্ত্র দিয়ে নিজের দোষকে পিছনে ফেলে দিতে পারবেন বলে, মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল রোহিত আর কোহলির ভূমিকা নিয়ে বার বার বলা হচ্ছে, অথচ অন্যান্য খেলোয়াড়দের ভূমিকা নিয়ে একবারও কোনও মন্তব্য করছেন না কোচ গৌতম গম্ভীর। দেশের পয়লা নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বসিয়ে রেখে কেন অস্ট্রেলিয়ায় পরপর দু’টি একদিনের ম্যাচে অন্যদের নামানো হল? কুলদীপ কেন উপেক্ষিত, তার কোনও জবাব নেই। হয়তো কোচের খুব কাছের ক্রিকেটার হর্ষিত রানা। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এমনকি ব্যাটে-বলে তাঁর কোনও ভালো রান নেই। তাহলে কোন যুক্তিতে হর্ষিত রানাকে প্রথম একাদশে রেখে বার বার খেলানো হচ্ছে।
Advertisement
পাশাপাশি, এও বলা যায়, যশপ্রীত বুমরার মতো বোলারকে কেন ভারতীয় দলে না রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানোর জন্য বিশ্রাম দেওয়া হল? দলের ফিল্ডিংয়ে যে দুর্বলতা চোখে পড়েছে, সে বিষয়েও তিনি কেন কথা বলছেন না? অ্যাডিলেডের একদিনের দ্বিতীয় ম্যাচে ভারতের হার হয়েছে ফিল্ডিংয়ের দোষে। যে ম্যাচে একের পর এক ক্যাচ ফেলে দেন ফিল্ডাররা, সেখানে ম্যাচ জেতা কোনওভাবেই সম্ভব নয়। কোচ গৌতম গম্ভীর এই বিষয়টাকে প্রকাশ্যে কেন আনছেন না? তিনি তো বলতে পারতেন, ভারতের স্কোরবোর্ডে বড় অঙ্কের রান দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু সেই রানকে সমীহ না করে ফিল্ডাররা যেভাবে খেলেছেন, সেখানে হারটা মেনে নিতেই হবে। ফিল্ডিং কোচ থাকার প্রয়োজনীয়তা কি আছে, এই প্রশ্ন উঠতেই পারে। সব প্রশ্নের উত্তর অধরাই থেকে যাচ্ছে কোচ গৌতম গম্ভীরের কাছে।
Advertisement



