• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জয় দিয়ে অভিযান শুরু করতে চান মোহন কোচ হোসে মোলিনা

মোহনবাগান দলের খেলোয়াড়দের আপাতত কোনও চোট-আঘাত সমস্যা নেই। তার ওপর প্রতিপক্ষ দল মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে সুপার কাপ খেলতে নামছে।

ফাইল চিত্র

সুপার কাপ ফুটবলে শনিবার খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। ফাতোরদা’র জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আইএসএলের অন্যতম দল চেন্নাইয়েন এফসি। এই ম্যাচে খেলতে নামার আগে স্বাভাবিকভাবেই যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। সপ্তাহ খানেক আগেই চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড খেতাব ঘরে তুলেছে তারা। আইএসএল শুরুর আগে এই টুর্নামেন্টে পুরো দলকেই ফের একবার দেখে নিতে চান কোচ মোলিনা।

সেই লক্ষ্যে, কলকাতায় প্রস্তুতি সেরেই সুপার কাপ খেলতে গোয়ায় পা রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। শিল্ড জেতার পরে মোহনবাগান শিবিরে খোলা হাওয়া বইতে শুরু করেছে। খেলোয়াড়দের মধ্যেও আত্মবিশ্বাস বেড়েছে। তবে কোচ মোলিনার মতে, এখনও দলের খেলায় আরও উন্নতি দরকার। ফলে, এই টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে ফুটবলাররা প্রত্যয়ী।

Advertisement

এদিকে, মোহনবাগান দলের খেলোয়াড়দের আপাতত কোনও চোট-আঘাত সমস্যা নেই। তার ওপর প্রতিপক্ষ দল মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে সুপার কাপ খেলতে নামছে। তাদের দলে কোনও বিদেশি ফুটবলার নেই। প্রতিপক্ষ দল যতই দুর্বল হোক না কেন, তা মানতে রাজি নন কোচ মোলিনা। পাশাপাশি বলতে পারা যায় চেন্নাই দলের বর্তমান কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যিনি একটা সময়ে মোহনবাগান দলের সহকারী কোচ ছিলেন।

Advertisement

ফলে, বর্তমান দলের অনেক ফুটবলারই তাঁর চেনা। এটা নিয়েও খুব একটা চিন্তিত নন সবুজ-মেরুন কোচ। একইসঙ্গে, তিনি বলেন, প্রতিপক্ষ দলের বিরুদ্ধে সেরা খেলা খেলতে হয়। মোলিনা জানান, মিরান্ডা অন্যতম সফল কোচ। ওড়িশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। চেন্নাই দলেও বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তাই, প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই। তাই জয় দিয়ে সুপার কাপ অভিযান দেখতে চাই।

Advertisement