নভেম্বর শুরু হতে চলল অথচ আকাশে বাতাসে কোনও ঠান্ডার লেশমাত্র নেই। বৃষ্টি নেই, বরং ঠাঁঠাঁ রোদে দুপুরের দিকে কালঘাম ছুটে যাচ্ছে। ভ্যাপসা গরম ক্রমশই বাড়ছে। এরমধ্যেই, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে উপকূলীয় জেলাগুলি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মোটের উপরে শুষ্কই থাকবে।
বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চলটি আরও বেশি সুস্পষ্ট হয়ে উঠেছে এবং তা উত্তরমুখী হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে রাজ্যের উপর এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে না। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গের কিছু জেলায় আগামী কয়েক দিনে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মনে করা হচ্ছে, এই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে নিম্নচাপটির সরাসরি কোনো সংযোগ নেই।
Advertisement
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, সেটি বর্তমানে আরও সুস্পষ্ট হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এই সিস্টেমটি দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। এরপর সেটি তামিলনাড়ু, পুদুচেরী এবং অন্ধ্র উপকূল ধরে অগ্রসর হবে। এর প্রত্যক্ষ প্রভাবে ওই রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
Advertisement
পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে আগামী রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার থেকে এবং পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহানগরী কলকাতা ভিজতে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আপাতত কোনো বড় আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হলেও তা বড় কোনো বিপদের কারণ হবে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের মতোই উত্তরের জেলাগুলিতেও সার্বিকভাবে আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা।
কলকাতার তাপমাত্রার দিকে তাকালে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। এতে বোঝা যাচ্ছে, রাতে তাপমাত্রা সামান্য কমলেও দিনের বেলায় এখনও উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।
Advertisement



