রেলের পরিত্যক্ত গুদামে জবরদখল। দখল করে সেই গুদামে চট, কাগজপত্রের মতো অনেক দাহ্যবস্তু মজুত করে রেখেছিল শেখ সিরাজুল নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সেই গুদামে কোনওভাবে লেগে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রেলের ওই গুদাম দখল করার জন্য শেখ সিরাজুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে শ্যামনগরের ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরাতে থাকে। এলাকার স্থানীয়রা জড়ো হয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী ও পুলিশ। দমকলের ২টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উপস্থিত শেখ সিরাজুলের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের তর্কাতর্কি বাধে। কাউন্সিলরের দাবি, ‘রাতের অন্ধকারে সিরাজুল মালপত্র এনে পরিত্যক্ত গুদামে জমা করে। আজ আগুন দেখার পর আইসিকে ফোন করি। সিরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Advertisement
ঘটনাস্থল থেকে পুলিশ সিরাজুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘বিনা অনুমতিতেই মালপত্র রাখা হয়েছিল ওই গুদামে। রেলের তরফে একবার এই মালপত্র সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। বেশ খানিকটা মালপত্র সরানো হয়েছে। আর কিছু মালপত্র ছিল। সেখানেই আগুন লেগে গেল। কীভাবে আগুন লেগে গিয়েছে তা আমার জানা নেই। আগুন লাগার পরে আমি দমকলে খবর দিই।’
Advertisement
Advertisement



