পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজের উপর বিমান হামলা চালাল মার্কিন সেনা। এই ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযানকে এগিয়ে নিয়ে যেতে এই হামলা চালানো হয়েছে।
বুধবার হেগসেথ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, মার্কিন সেনা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ আক্রমণ করে। এই জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠন চালাচ্ছিল এবং সেটিকে মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। তাঁরা সকলেই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।’
Advertisement
মার্কিন সেনার এই বিমান হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে মার্কিন সেনা কীভাবে ওই জাহাজটিতে হামলা চালিয়েছে। জাহাজটিতে কী ধরনের মাদক ছিল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অনুমান করা হচ্ছে, জাহাজটিতে ফেন্টানিল জাতীয় মাদক ছিল।
Advertisement
উল্লেখ্য, এর আগে মার্কিন সেনা ক্যারিবিয়ান সাগরে অনেক জাহাজে হামলা চালিয়ে সেগুলিকে ধ্বংস করেছে। সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছ’টি বিমানে হামলা চালায় মার্কিন সেনা। সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একটি ট্রলারে হামলা চালায় তারা। এই আক্রমণে ১১ জনের মৃত্যু হয়। তাঁরা সকলেই ছিলেন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র (টিডিএ) সদস্য।
সেই সময় ট্রাম্প তাঁর সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন, যাঁরা আমেরিকায় মাদক পাচার করার চেষ্টা করবে, তাঁরা যেন সাবধান হন। তিনি আরও লিখেছিলেন, টিডিএ একটি জঙ্গি সংগঠন। এই দলের সদস্যরা নিকোলাস মাদুরোর কথা মেনে চলে। এই দল আমেরিকার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিম গোলার্ধে নারী ও মাদক পাচার করে। ইওরোপে সন্ত্রাসবাদকে তাঁরা ক্রমাগত বাড়িয়ে তুলছে।
Advertisement



