লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। ১ বছরে রেকর্ড হারে দামি হয়েছে হলুদ ধাতু। ধতেরাসেও হাত পুড়েছে সোনার দামে, কিন্তু কালীপুজো মিটতেই কয়েক হাজার টাকা কমল সোনার দাম। আজ লক্ষ্মীবারেও দাম কমেছে হলুদ ধাতুর। গত কয়েক বছরে এই হারে সোনার দাম বাড়াও যেমন রেকর্ড, তেমন গত মঙ্গলবার সোনার দাম কমেওছে রেকর্ড হারে।
চলতি বছরে সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল সোনা ও রুপোর দাম। জানুয়ারি মাস থেকে দামের গ্রাফ উঁচুর দিকেই। মাঝে কমলেও তা ১০০/২০০ টাকা। মঙ্গলবার থেকে এক ধাক্কায় অনেকটা দাম কমতে শুরু করেছে সোনার। পুজোর সময়, ধনতেরাসে সোনা ছুঁতে যেখানে হাতে কার্যত ছ্যাঁকা লাগছিল, কালীপুজো মিটতেই এক লাফে অনেকটা কমেছে সোনার দাম। বিয়ের আগে মূল্যবান ধাতুর দাম কমায় খুশি মধ্যবিত্তরাও। মুখে চওড়া হাসি ব্যবসায়ীদেরও।
Advertisement
গত সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা ছিল। চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৭% । গুড রিটার্নস অনুসারে, ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে ১,২৫,৮৯০ টাকা হয়েছে, যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে ১,১৫,৪০০ টাকা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৪,৪২০ টাকা।
Advertisement
Advertisement



