অস্ট্রেলিয়া সফরে প্রথম একদিনের ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি কোনও নজরই কাড়তে পারেননি। ৮ বল খেলে শূন্য রানে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে বিরাট কোহলি অংশ নিলে, তাঁর সামনে সাতটি নজির গড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশ্বরেকর্ডও আছে।
বিরাট কোহলি যদি অ্যাডিলেডের মাঠে ৬৮ রান করতে পারেন, তাহলে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক রান করার কৃতিত্ব দেখাবেন কোহলি। বর্তমানে এই রেকর্ড রয়েছে শচীন তেণ্ডুলকরের। শচীনের ১৮ হাজার ৪৩৬ রানকে টপকে যাবেন বিরাট। কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন একদিনের ক্রিকেটে ১৮ হাজার ৩৬৯ রানে। একদিনের ক্রিকেটে কুমারসাঙ্গাকে টপকে যাওয়ার জন্য কোহলির ৫৪ রান দরকার। শচীন অনেকটাই এগিয়ে রয়েছেন ১৮ হাজার ৪২৬ রান করে।
Advertisement
অ্যাডিলেডের মাঠে কোহলি ১৭ ইনিংস খেলে ৯৭৫ রান করেন। বৃহস্পতিবার ২৫ রান করলেই অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের প্রথম কোনও ব্যাটসম্যান হিসেবে এই মাঠে ১০০০ রান করবেন কোহলি। আর একটি শতরান করলে একদিনের ক্রিকেটে কোহলির ৫২তম শতরান করবেন। ভারত পরে ব্যাট করতে নেমে যদি কোহলি ২ রান করেন, তাহলে প্রথম ক্রিকেটার হিসেবে রান তাড়া করে ৬০০০ রান পূর্ণ করবেন। বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে একই জায়গায় রয়েছেন শচীন ও কোহলি। দু’জনেই ২৯টি করে শতরান করেছেন। কোহলি যদি শতরান করতে পারেন, তাহলে শচীনকে টপকে যাবেন। এই মাঠে একদিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব রয়েছে মহেন্দ্র সিং ধোনির। তিনি ছয় ইনিংসে ২৬২ রান করেছেন। আর কোহলি চার ইনিংসে ২৪৪ রান করেন। যদি কোহলি ১৯ রান করতে পারেন, তাহলে ধোনিকে পিছনে ফেলে দেবেন। সেই কারণে কোহলির কাছে অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
Advertisement
Advertisement



