• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাঝপথে বেগতিক বুঝেই ইউটার্ন, এয়ার ইন্ডিয়ার নেওয়ার্কগামী বিমান ফিরল মুম্বইয়েই

এয়ার ইন্ডিয়ার বিমান AI191-এর কর্মীরা একটি সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে মুম্বইয়ে ফিরিয়ে আনেন

মুম্বই থেকে নেওয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশ থেকেই ফেরাল মুম্বই বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমান AI191 নির্ধারিত সময়েই উড়ান শুরু করেছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জেরে বিমানটিকে ফিরে যেতে হয় মুম্বই বিমানবন্দরেই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার গভীর রাতে বিমানটি ১টা ১৫ মিনিটে মুম্বই থেকে নেওয়ার্ক-এর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার আভাস পাওয়ায় সেটি গন্তব্যে না গিয়ে ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ আবার মুম্বই বিমানবন্দরে ফিরে আসে। প্রায় তিন ঘণ্টা আকাশে থাকার পর নিরাপদে বিমানটি অবতরণ করে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “এয়ার ইন্ডিয়ার বিমান AI191-এর কর্মীরা একটি সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে মুম্বইয়ে ফিরিয়ে আনেন।” এর জেরে মুম্বই থেকে নেওয়ার্কগামী AI191 ও নেওয়ার্ক থেকে মুম্বইগামী  AI144 বিমানদুটি বাতিল করা হয়েছে।

Advertisement

মুম্বইয়ে ক্ষতিগ্রস্ত সমস্ত যাত্রীকে হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমানের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। নিউআর্কের AI144-এর যাত্রীদেরও বিমান বাতিলের কথা জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাঁদের বিকল্প ব্যবস্থার জন্য সহায়তা করা হচ্ছে বলে মুখপাত্র জানান।

Advertisement

উল্লেখ্য, গত এক সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা। মাত্র এক সপ্তাহ আগেই দীর্ঘ প্রযুক্তিগত সমস্যার কারণে মিলান থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া বিমান বাতিল করা হয়েছিল, যার ফলে দীপাবলির ঠিক আগে ১৭ অক্টোবর শত শত যাত্রী আটকে পড়েছিলেন। এর আগে, চলতি মাসের গোড়ার দিকে আরও একটি ঘটনা ঘটে। ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে দুবাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যদিও পরিদর্শনের পর দুবাই থেকে বিমানটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে।

Advertisement