• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

ট্রাম্পকে দীপাবলি শুভেচ্ছার জন্য ধন্যবাদ মোদীর, রুশ তেল কেনা বিষয়ে এড়িয়ে গেলেন

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক।’

ট্রাম্পের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর বুধবার তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক।’  গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্প ফোন করেছিলেন বলে খবর। দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ইস্যুতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ফোন পাওয়ার কথা জানিয়ে বুধবার মোদী লিখেছেন,  ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’  সেই সঙ্গে তিনি আরও লেখেন, ‘আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হবে।’

Advertisement

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সামাজিক মাধ্যমে ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লেখেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছি। সেখানে বাণিজ্য-সহ একাধিক ইস্যুতে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসার বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী। ট্রাম্প আরও জানান,  এই কথোপকথনে আঞ্চলিক শান্তির বিষয়টিও উঠে এসেছে। রুশ থেকে তেল কেনার বিষয়ে ট্রাম্প বলেন,  ভারত ভবিষ্যতে রাশিয়ার থেকে আর বিপুল পরিমাণ তেল কিনবে না।

Advertisement

ফোন ও দীপাবলির শুভেচ্ছার পর এদিন পাল্টা ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাণিজ্য আলোচনা কিংবা রুশ থেকে তেল কেনা নিয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। ভারত রুশ থেকে তেল কেনা কমিয়ে দিচ্ছে কিনা তা নিয়েও কোনও মন্তব্য করেনি বিদেশমন্ত্রক।

 

Advertisement