বিহারের নির্বাচনী ময়দানে এনডিএ ও মহাজোটের পাশাপাশি তৃতীয় বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরেছে সুরজ পার্টি। সাম্প্রতিক সময় জাতপাতের রাজনীতিতে বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছে প্রশান্ত কিশোরের দল। তবে প্রথম নির্বাচনে অংশ নেওয়ার আগেই নানা সমস্যায় সম্মুখীন পিকের দল। ইতিমধ্যেই পিকের ঘোষিত একাধিক প্রার্থী নাম প্রত্যাহার করছেন। আর পিকের মতে এর জন্য দায়ী বিজেপির চাপ।
Advertisement
এরপর সাংবাদিক সম্মেলন করে পিকে বললেন, ‘জন সুরাজের উত্থানে বিহারে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বিজেপি। আমাদের প্রার্থীদের লোভ দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওঁরা মানুষকেও ভয় দেখায়। ওঁরা বিহারবাসীকে মহাজোটের ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে জঙ্গলরাজ চলে আসবে। ওরা কিন্তু মহাজোটের প্রার্থীদের ভয় দেখায় না। যা ভয় দেখানোর আমাদের প্রার্থীদের দেখানো হচ্ছে। এর মধ্যেই ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।’ পিকে আরও জানিয়েছেন, ‘বিজেপিকে না হারানো পর্যন্ত আমরা হার মানব না।’
Advertisement
Advertisement



