• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৩ সুরাজ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বিজেপির ভয়ে ৩ সুরাজ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়েছে

বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন। নানা দল ইতিমধ্যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন প্রশান্ত কিশোর। তিনি অভিযোগ করেছেন, বিজেপির ভয়ে ৩ সুরাজ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। পদ্মগন্ধী চাপের অভিযোগ তুল প্রশান্ত কিশোর বলেন, বিজেপি ভয় পেয়েছে। তাই জন সুরাজের প্রার্থীদের যে কোনও ভাবে ভোটের ময়দান থেকে সরাতে চাইছে। পাশাপাশি পিকে জানিয়েছেন, ‘বিজেপিকে না হারানো পর্যন্ত তাঁর লড়াই থামবে না।’

বিহারের নির্বাচনী ময়দানে এনডিএ ও মহাজোটের পাশাপাশি তৃতীয় বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরেছে সুরজ পার্টি।  সাম্প্রতিক সময় জাতপাতের রাজনীতিতে বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছে প্রশান্ত কিশোরের দল। তবে প্রথম নির্বাচনে অংশ নেওয়ার আগেই নানা সমস্যায় সম্মুখীন পিকের দল। ইতিমধ্যেই পিকের ঘোষিত একাধিক প্রার্থী নাম প্রত্যাহার করছেন। আর পিকের মতে এর জন্য দায়ী বিজেপির চাপ।

Advertisement

এরপর সাংবাদিক সম্মেলন করে পিকে বললেন, ‘জন সুরাজের উত্থানে বিহারে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বিজেপি। আমাদের প্রার্থীদের লোভ দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওঁরা মানুষকেও ভয় দেখায়। ওঁরা বিহারবাসীকে মহাজোটের ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে জঙ্গলরাজ চলে আসবে। ওরা কিন্তু মহাজোটের প্রার্থীদের ভয় দেখায় না। যা ভয় দেখানোর আমাদের প্রার্থীদের দেখানো হচ্ছে। এর মধ্যেই ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।’ পিকে আরও জানিয়েছেন, ‘বিজেপিকে না হারানো পর্যন্ত আমরা হার মানব না।’

Advertisement

Advertisement