সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। আগামী বছর নির্বাচন বাংলা এবং অসমে। এই নির্বাচনী আবহে দীপাবলি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠির শুরুতেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর দ্বিতীয় দীপাবলির তাৎপর্য তুলে ধরেছেন। ‘অপারেশন সিঁদুর’-এর সাহসিকতা থেকে শুরু করে মাওবাদী দমন, দেশীয় পণ্য ব্যবহার, এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তাঁর চিঠিতে স্থান পেয়েছে।
চিঠির শুরুতেই দীপাবলির শুভেচ্ছা জানান মোদী। তিনি লেখেন, ‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা ভগবান রাম। তারই প্রতিফলন আমরা দেখেছি ‘অপারেশন সিঁদুর’-এ। ভারত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের প্রতিষ্ঠা করেছে।’
Advertisement
মোদী লিখেছেন, এই বছরের দীপাবলি দেশের জন্য বিশেষ কারণ, ‘এখন দেশের বহু প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি উদযাপন করা হচ্ছে। সেই সমস্ত অঞ্চল একসময় মাওবাদী অধ্যুষিত ছিল। আমরা মাওবাদকে গোড়া থেকে নির্মূল করতে পেরেছি। অনেকেই হিংসার পথ ছেড়ে শান্তির পথে ফিরে এসে সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেছেন— এটি গোটা জাতির সাফল্য।’
Advertisement
চিঠিতে অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে মোদী লেখেন, ‘কেন্দ্রের সাম্প্রতিক উদ্যোগ জিএসটি সাশ্রয় উৎসব-এ দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন। বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। আজ ভারত অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক হিসেবে তার পরিচয় রেখেছে। দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত।’
দেশীয় পণ্য ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘বিকশিত ও আত্মনির্ভর ভারতের এগিয়ে যাওয়ার পথে প্রত্যেক নাগরিকের কর্তব্য দেশকে অগ্রাধিকার দেওয়া। দেশীয় পণ্য কেনার অভ্যাস করতে হবে, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে।’
চিঠির শেষে মোদীর বার্তা, ‘আসুন, আমরা ভারতের প্রতিটি ভাষাকে সম্মান করি, নিজেদের মধ্যে ঐক্য ও গর্ব অনুভব করি। দীপাবলির আলোতে সম্প্রীতি, সহযোগিতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলি।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই বিহার বিধানসভার নির্বাচন।আগামী বছর বাংলা ও অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রাম-কার্ডের মোড়কে যেমন দীপাবলির ব্যাখ্যা করেছেন মোদী, তেমনই মোদী জমানায় অপারেশন সিঁদুর থেকে শুরু করে মাওবাদী অভিযান, আত্মনির্ভর ভারত থেকে জিএসটি সাশ্রয়ের মাহাত্ম্য তুলে ধরেছেন।
Advertisement



