• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রান পেতে মরিয়া রোহিত ও কোহলি

স্বাভাবিকভাবে বিরাট ও রোহিতকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। তাই এই দুই ক্রিকেটার দ্বিতীয় ম্যাচে রান করার জন্য মরিয়া।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সাত মাস পর ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে পার্থে খেলতে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সবার আশা ছিল এই দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে ভালো অঙ্কের রান দেখতে পাওয়া যাবে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা হতাশ করেছেন। বিরাটের ব্যাট থেকে কোনও রানই আসেনি। আর রোহিত শর্মা ৮ রান করে আউট হয়ে যান। স্বাভাবিকভাবে বিরাট ও রোহিতকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। তাই এই দুই ক্রিকেটার দ্বিতীয় ম্যাচে রান করার জন্য মরিয়া। মঙ্গলবার অনুশীলনে দুই সিনিয়র ব্যাটসম্যানকে দেখা গেল দারুন পরিশ্রম করছেন।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রাক্তন চ্যাম্পিয়নের ফর্ম নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। প্রাক্তন ক্রিকেটারদের দু’-এক জন অনুশীলনের অভাবকে দায়ী করেছিলেন। এক ম্যাচের ব্যর্থতায় চিন্তিত নন কোহলি। রোহিত শর্মাও চাইবেন আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের স্কোরবোর্ডে বড় রান উপহার দিতে মরিয়া বিরাট কোহলি ও রোহিত শর্মা।

Advertisement

Advertisement

Advertisement