• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসএসকেএমের অনন্যতে শুরু আউটডোর পরিষেবা

পরিষেবা নিতে এবার প্রি-বুকিংয়ের সুবিধা থাকছে

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসকেএমের নবনির্মিত অন্যন্য-র আউটডোর পরিষেবা। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিনটি স্লটে এই পরিষেবা দেওয়া হবে। সরকারি পরিসরে এই প্রথম কোনও হাসপাতালে রাত পর্যন্ত খোলা থাকবে আউটডোর পরিষেবা। প্রতি দফায় তিনটি করে বিভাগ চলবে। যেখানে মোট নয়জন চিকিৎসক রোগীদের দেখবেন। এইভাবে দিনে তিনটি করে স্লট চলবে। দিনে একজন ডাক্তার একবারই স্লটে বসবেন। একজন ডাক্তার দিনে ১০জন রোগীকে দেখবেন।

হাসপাতাল সূত্রে খবর, এই পরিষেবা নিতে এবার প্রি-বুকিংয়ের সুবিধা থাকছে। তবে ডাক্তার দেখানোর ২৪ ঘণ্টা আগেই হাসপাতালে এসে টাকা জমা দিয়ে যেতে হবে। কারণ এখনও পর্যন্ত অনলাইন বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন প্রক্রিয়া শুরু হয়নি। আবার আউটডোর চলাকালীন এসে টাকা জমা দিয়ে ডাক্তার দেখানো যাবে। টাকা জমা দেওয়ার পর সেখান থেকে জানিয়ে দেওয়া হবে কত নম্বরে, কতজনের পরে রোগীর নাম রয়েছে। সেই অনুযায়ী তিনি ডাক্তার দেখাতে পারবে। আউটডোরে এই চিকিৎসা পরিষেবার ফি স্বরূপ ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া আর কোনও তথ্য বা প্রি-বুকিংয়ের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে ফোন করে জেনে নেওয়া যাবে।

Advertisement

হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে যে, আউটডোরে ডাক্তার দেখানোর পরে যদি কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়, তবে তাঁর আর্থিক পরিস্থিতি দেখে অনন্য বা উডবার্ন বিভাগে ভর্তি করানো হবে। মূলত রোগীদের সহজে চিকিৎসা পরিষেবা দিতেই এই পরিকাঠামোর সূচনা করা হয়েছে।

Advertisement

Advertisement