• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাপানে প্রথমবার নির্বাচিত হলেন মহিলা প্রধানমন্ত্রী, শুভেচ্ছাবার্তা জানালেন মোদী

জাপানের রাজনৈতিক মহল মনে করেন সানাই প্রয়াত শিনজো আবের মতই রক্ষণশীল। এই প্রথমবার জাপানে নির্বাচিত হয়েছেন মহিলা প্রধানমন্ত্রী।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি।

জাপানে প্রথম মহিলা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন সানাই তাকাইচি।  জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন। জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সানাই জাপানের শাসনভার নিজের হাতে তুলে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সানাইকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন।

গত তিন মাস ধরে জাপানের রাজনৈতিক মহলে টানাপোড়েন চলছিল। জুলাই মাসের নির্বাচনে সানাইয়ের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরাস্ত হয়। অন্যান্য দক্ষিণপন্থী দলগুলির সঙ্গে জোট বেঁধে আবার ক্ষমতায় ফেরে এলডিপি। এইরকম রাজনৈতিক পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিরা প্রধানমত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপরই নিম্নকক্ষে জনসমর্থন পেয়ে নির্বাচিত হন সানাই। পেশাদারি জীবনের শুরুতে সানাই ছিলেন সাংবাদিক। রাজনৈতিক ভাবাদর্শের দিক থেকে তিনি কঠোর দক্ষিণপন্থী। তিনি সমলিঙ্গ বিবাহের ঘোর বিরোধিতা করেছেন। দম্পতিদের ভিন্ন পদবি রাখার প্রস্তাবও তিনি খারিজ করে দিয়েছিলেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসাবে দেখেন তিনি।

Advertisement

জাপানের রাজনৈতিক মহল মনে করে, সানাই প্রয়াত শিনজো আবের মতই রক্ষণশীল। এই প্রথমবার জাপানে নির্বাচিত হয়েছেন মহিলা প্রধানমন্ত্রী। সানাইকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী জাপানি হরফে তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়া সানাই তাকাইচিকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে ভারত-জাপান সম্পর্ক আরও মজবুত করতে আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতি এবং উন্নতির জন্য ভারত-জাপান সম্পর্ক গভীর হওয়া খুব দরকার।

Advertisement

Advertisement