• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর আগেই পুড়ে ছাই বেহালার মণ্ডপ, রক্ষা পেল প্রতিমা

দমকলের অনুমান বাইরে বা মণ্ডপের কাছে পোড়ানো কোনও আতসবাজির থেকেই আগুন লেগেছে, কিংবা শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে।

কালীপুজোর রাতেই পুড়ে ছাই পুজো মণ্ডপ। যখন আলোর সাজে সেজেছে চারিপাশ, তখনই বিধ্বংসী আগুনে পুড়ে খাঁক পুজো মণ্ডপ। সোমবার রাতে বেহালার পূর্বাশা অঞ্চলে পূর্বাশা আঞ্চলিক যুবক সংঘের পুজো মণ্ডপে হঠাৎই দাউদাউ করে আগুন লেগে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। মায়ের পুজোর আগেই নিমেষে ছাই হয়ে গেল মণ্ডপ।  

ঘটনাটি ঘটে  রাত সাড়ে আটটা নাগাদ। আগুন লাগে আচমকাই। গোটা মণ্ডপ সাজানো হয়েছিল দাহ্যবস্তু দিয়ে। তাই আগুন ছড়াতে সময় লাগেনি বিশেষ। স্থানীয়রা দমকলে খবর দিলেও পুজোর দিনে দমকলের ঘটনাস্থলে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। 

Advertisement

দমকল আসার আগে পর্যন্ত স্থানীয়রা প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুজো উদ্যোক্তাদের একজন বলেন, ‘‌সব কিছু শেষ হয়ে গেল। তবে মায়ের প্রতিমা রক্ষা পেয়েছে।’‌ 

Advertisement

দমকলের অনুমান বাইরে বা মণ্ডপের কাছে পোড়ানো কোনও আতসবাজির থেকেই আগুন লেগেছে, কিংবা শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে।

Advertisement