• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দীপাবলি ও বন্দি ছোড় দিবসের শুভেচ্ছা জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার

প্রতি বছর 'দীপাবলি' ও 'বন্দি ছোড়' দিবসের সময় ব্রিটেনে নানা সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে আলো, আনন্দ ও সম্প্রীতির উৎসবে সামিল হন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘দীপাবলি’ ও ‘বন্দি ছোড়’ দিবস উপলক্ষে ব্রিটেনের হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দেশবাসীর প্রতি শান্তি, আনন্দ ও আশার বার্তা পৌঁছে দেন।

স্টার্মার লিখেছেন, ‘ব্রিটেনজুড়ে হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের সকলকে জানাই আনন্দময় ও শান্তিপূর্ণ দীপাবলি ও বন্দি ছোড় দিবসের শুভেচ্ছা। এই মাসের শুরুতে মুম্বইয়ে আমি একটি প্রদীপ জ্বালিয়েছিলাম, যা ভক্তি, আনন্দ ও বন্ধনের প্রতীক। আলোর এই উৎসব উদযাপনের সময় আমরা যেন এমন এক ব্রিটেন গড়ে তুলি, যেখানে প্রত্যেকে আশার আলোয় ভবিষ্যতের দিকে তাকাতে পারে।’

Advertisement

এদিন প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তায় প্রকাশ পেয়েছে ব্রিটেনের বহুত্ববাদী সমাজের প্রতি তাঁর শ্রদ্ধা ও আন্তরিকতা। প্রতি বছর ‘দীপাবলি’ ও ‘বন্দি ছোড়’ দিবসের সময় ব্রিটেনে নানা সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে আলো, আনন্দ ও সম্প্রীতির উৎসবে সামিল হন। এই বছরও লন্ডন-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে উৎসবের প্রস্তুতি।

Advertisement

দীপাবলি, যা আলোর উৎসব নামে পরিচিত, অন্ধকারের উপর আলোর ও অশুভের উপর শুভের জয়ের প্রতীক। অন্যদিকে, ‘বন্দি ছোড়’ দিবস পালিত হয় শিখ গুরু হরগোবিন্দজির মুক্তি দিবস হিসেবে। দুই উৎসব একসঙ্গে উদযাপন করে ব্রিটেনের মানুষ প্রতিবছর ঐক্য, মানবতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেন।

Advertisement