মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন এফবিআই-এর গোয়েন্দারা। ফ্লোরিডায় ট্রাম্পের এয়ার ফোর্স১ বিমানে ওঠানামা করার জায়গা থেকে ২০০ গজ দূরে একটি গাছের উপর সন্দেহজনক একটি কাঠামো দেখা গিয়েছে। এই কাঠামো দেখার পর বিমানবদনরের নিরাপত্তাব্যবস্থায় আরও কড়াকড়ি আনা হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করার জন্য রবিবার ট্রাম্পকে একটি ছোটো সিঁড়ি ব্যবহার করে বিমানে উঠতে হয়েছে বলে জানা গিয়েছে।
আমেরিকার একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লোরিডা বিমানবন্দর থেকে ২০০ গজ দূরে একটি গাছের উপর পাইপ জড়িয়ে বানানো একটি কাঠামো পান মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা।এই ধরনের কাঠামো সাধারণত ব্যবহার করেন স্নাইপার রাইফেল ব্যবহারকারীরা। তারা উঁচু মাচা থেকে দূরের কোনো লক্ষ্যবস্তুকে তাক করে গুলি ছোঁড়েন। ওই কাঠামোটি যেখানে তৈরি করা হয়েছে সেখান থেকে বিমানে ওঠানামা করার সময় ট্রাম্পকে স্পষ্ট দেখা যায়।
Advertisement
এই কাঠামোর চারপাশে যদিও স্নদেহজনক কোনো ব্যক্তিকে দেখা যায়নি। স্নাইপার জাতীয় বা অন্য কোনোধরনের অস্ত্রও পাওয়া যায়নি। গোয়েন্দারা গোটা ব্যাপারটি খতিয়ে দেখছেন। এফবিআইএর প্রধান আধিকারিক কাশ পটেল বলেছেন, ‘পশ্চিম পাম বিচ থেকে প্রেসিডেন্ট ফিরে আসার আগে সিক্রেট সার্ভিস একটি কাঠামো খুঁজে পায়। ওই কাঠামো এয়ার ফোর্স১-এর অবতরণের জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। মনে হচ্ছে, ওটা কোনও শিকারির মাচা হতে পারে। কিন্তু সেখানে কাউকে দেখা যায়নি। এফবিআই তদন্ত করছে। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এখনও সন্দেহজনক কিছুর হদিস মেলেনি।’
Advertisement
আমেরিকার ভিতরে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য এয়ার ফোর্স ১ বিশেষ বিমান ব্যবহার করেন ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরেও প্রেসিডেন্ট এলে একটি নির্দিষ্ট জায়গায় তাঁর বিমানটি রাখা থাকে। সম্প্রতি ব্যবস্থাপনায় কিছু রদবদল করা হয়েছিল বিমানবন্দরে সংস্কারের কাজ চলায় সাময়িক ভাবে প্রেসিডেন্টের বিমানটিকে অন্য জায়গায় রাখা হচ্ছিল । সেই নতুন জায়গা থেকে খানিকটা দূরেই ওই কাঠামোর খোঁজ পাওয়া গিয়েছে।
২০২৪ সালের ১৩ জুলাই, আমেরিকায় নির্বাচনের আগে পেনসিলভেনিয়ার একটি জনসভায় ট্রাম্পকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় তবে গুলিটি তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সভামঞ্চেই বসে পড়েন তিনি। তবে প্রাণঘাতী কোনো আঘাত লাগেনি তাঁর ।
যে ব্যক্তি বন্দুক চালিয়েছিলেন মার্কিন সিক্রেট সার্ভিস ঘটনাস্থলেই তাঁকে গুলি করে হত্যা করে । গোয়েন্দারা পাম বিচ গল্ফ কোর্সেও একজন সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেপ্তার করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ওই সন্দেহভাজন ব্যক্তি প্রেসিডেন্টের ক্ষতি করার জন্যই সেখানে গিয়েছিলেন। তবে এখনও স্পষ্টভাবে জানা যায়নি যে যেখানে এত কড়া নিরাপত্তা সেখানে কারা গাছের উপর ওই কাঠামো তৈরি করেছেন এবং কী কারণে। গোয়েন্দারা এই বিষয়ে তদন্ত চালাচ্ছেন।
Advertisement



