বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাংলাদেশের পরমাণুকেন্দ্রের সরঞ্জাম। জানা গিয়েছে, পরমাণুকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা ১৮ টন সামগ্রীও পুড়ে গিয়েছে বিমানবন্দরের অগ্নিকাণ্ডে। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে ঢাকা বিমানবন্দরের ‘কার্গো হোল্ড’ এলাকায়।
দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনার পরেই ওই বিমানবন্দরে সাময়িক ভাবে উড়ান পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগুন নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় সেনাও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩৭টি ইঞ্জিন। রাত ৯টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হয়।
Advertisement
Advertisement
Advertisement



