• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্যাট হাতে মুখ থুবড়ে পড়লেন বিরাট-রোহিত, শূন্য রানে ফিরলেন ‘কিং’

প্রথম দিনেই চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরলেন দুই মহারথী

রোহিত-কোহলিকে দেশের জার্সিতে দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ক্রিকেট বিশ্ব। প্রায় ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের ফর্ম প্রমাণ করার যথার্থ সময় ছিল তাঁদের, কিন্তু প্রথম দিনেই চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরলেন দুই মহারথী। আর এর জেরে কার্যত প্রথম থেকেই চাপে টিম ইন্ডিয়া।  

পারথে প্রথম ম্যাচে রোহিতের ব্যাটে এসেছে মাত্র ৮টি রান। স্বভাবতই তখন সকলে তাকিয়ে ছিল বিরাট কোহলির দিকে। কিন্তু মাঠে নেমে রাজা ব্যাট হাতে ফিরলেন ০ রানেই। কিন্তু এই ম্যাচ ছিল তাঁদের কাছে অগ্নিপরীক্ষার মতো। এই ম্যাচেই ভাগ্য পরীক্ষার সুযোগ ছিল যে ২০২৭ সালের বিশ্বকাপ তাঁরা খেলবেন কিনা।  

Advertisement

কিন্তু দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার সিরিজে এসে ,অজি বোলারদের সামনে মুখ থুবড়ে পড়লেন দুই মহারথীই। তাই প্রিয় দুই ক্রিকেট তারকার কামব্যাকের আশায় যাঁরা বুক বেঁধেছিলেন তাঁদের মন ভাঙল অচিরেই। 

Advertisement

চতুর্থ ওভারে জশ হ্যাজেলউডদের বলে ফিরতে হল রোহিতকে। তার একটি বাউন্ডারি মেরে মাত্র ৮টি রান ঝুলিতে ভরতে পেরেছিলেন রোহিত। অন্যদিকে কোহলি ফিরে গেলেন ৮ বলে, ০ রানে। 

তবে ভেবে দেখতে হবে, আবহাওয়ার কথাও। পারথের পরিস্থিতি ব্যাটিং-এর জন্য মোটেও অনুকূল ছিল না। মাঠের পিচ এমনিই পেসারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা মাথার উপর চাপ তৈরি করেছিল তা বলাই বাহুল্য। এদিকে সকাল থেকেই পারথের আকাশের মুখ ভার। দফায় দফায় বন্ধ হয়ে চলেছে খেলা।

Advertisement