• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন রোহিত-বিরাটরা? হঠাৎ সংশয়!

আবহাওয়ার এই খবরে কপালে ভাঁজ দুই দলের অধিনায়কেরই।

রবিবার একদিনের ম্যাচে অজিভূমে মুখোমুখি হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বজয়ের পর আবার একদিনের ক্রিকেটে ২২ গজে নামবে টিম ইন্ডিয়া। সাত মাসের বিশ্রামের পর মাঠে নামবেন রোহিত, বিরাটও। সবমিলিয়ে এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে ক্রিকেট বিশ্বের। ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু খেলা। কিন্তু খেলা আদৌও হবে কিনা তা নিয়েই থেকে যাচ্ছে সংশয়। 

কারণ অস্ট্রেলিয়ার হাওয়া অফিস বলছে, রবিবার সকাল থেকে পার্থের আবহাওয়া বিগড়ে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই এলাকায়। পূর্বাভাস বলছে, রবিবার সকাল ১১টা থেকেই বৃষ্টি শুরু হতে পারে। খেলা শুরুর আগে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। আবার খেলা শুরুর পরেও যে বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বহুপ্রতীক্ষিত এই ম্যাচ হবে কিনা তা তা নিয়েও সন্দিহান আবাহবিদরা। 

Advertisement

তবে আবহাওয়ার এই খবরে কপালে ভাঁজ দুই দলের অধিনায়কেরই। হাইভোল্টেজ এই সমস্ত ম্যাচের আগের মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি। তার উপর নতুন এই স্টেডিয়ামে বৃষ্টির পর পিচ কেমন ব্যবহার করে তারও যথেষ্ট ভরসাযোগ্য প্রমাণ নেই। দ্রুতগতির এই পিছে ধরেই খেলতে হবে ভারতীয় ব্যাটারদের। সব মিলিয়ে ক্রিকেটবিশ্ব এখন প্রহর গুনছে কখন সমস্ত বাধা পেরিয়ে ২২ গজে , ভারতের জার্সি গায়ে নামবেন গিল, রোহিত , কোহলিরা।

Advertisement

Advertisement