• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

অনুমতি ছাড়াই ছবি-কণ্ঠস্বর ব্যবহার আদালতের দ্বারস্থ অক্ষয়-হৃতিক

একই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার। নিজের ব্যক্তিত্বের আইনি সুরক্ষা চেয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

প্রযুক্তির যুগে প্রায় কিছুই অসম্ভব নয়। এআই, জিপিটি তো আছেই। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের ছবি ব্যবহার করা কোনও ব্যাপারই না। এক তুড়িতে সম্ভব। তবে শুধু ছবি নয়, এখন সেলেবদের কণ্ঠস্বর ও নানা পোজ মিমের কনটেন্ট হিসেবে ব্যবহার হয়। এবার সেই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বলিউডের দুই অভিনেতা হৃতিক রোশন ও অক্ষয়কুমার। দিল্লি হাইকোর্টে নিজের ব্যক্তিত্বের আইনি অধিকার সুরক্ষিত করতে চেয়ে পদক্ষেপ করেছেন হৃতিক।

ছবি, কণ্ঠস্বর ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কিছু মানুষ। কিন্তু অভিনেতার ব্যক্তিগত জীবন বা বিষয় আমজনতার কাছে হয়ে উঠেছে বিনোদনের বস্তু। সেকারণেই আইনের দ্বারস্থ হয়েছেন হৃতিক।

Advertisement

একই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার। নিজের ব্যক্তিত্বের আইনি সুরক্ষা চেয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। এআইয়ের সাহায্য নিয়ে ছবি ব্যবহার করার পর নিজের সুরক্ষা নিয়ে বিচলিত অক্ষয় মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, এক্ষেত্রে শুধু হৃতিক বা অক্ষয়ই নন। এই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, ঋষভ শেট্টি, করণ জোহরও।

Advertisement

Advertisement