• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

ফিরছে কেশরী ২, কিং চার্লসের দেখা উচিত, মন্তব্য অক্ষয় কুমারের

সি শঙ্করণ নায়ারের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে ভারতীয়দের না-বলা কাহিনি ব্যক্ত করা হয়েছে তাতে।

ফাইল চিত্র

বড়পর্দায় ইতিহাসের কালো অধ্যায়। জালিয়ানওয়ালাবাগের অভিশপ্ত স্মৃতি নিয়ে ফিরছে কেশরী ২। অক্ষয় কুমার অভিনীত এই সিনেমার টিজার প্রকাশ পেতেই চর্চা শুরু হয়েছিল। আগামী ১৮ এপ্রিল এই ছবি মুক্তি পাবে। তার আগে সাংবাদিক সম্মেলনে কেশরী ২ নিয়ে কথা বললেন অভিনেতা অক্ষয় কুমার। অভিনেতা বলেন, ‘ব্রিটিশ সরকার ও ইংল্যান্ডের রাজা কিং চার্লসের দেখা উচিত ‘কেশরী ২’। তাঁদের বোঝা দরকার, জালিয়ানওয়ালাবাগে কী কাণ্ডটাই না ঘটিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার।’

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড অবলম্বনে সিনেমা তৈরির কথা বছর চারেক আগে ঘোষণা করেছিলেন প্রযোজক করুন জোহর। ২০২৫ সালের মার্চ মাসে প্রথম টিজার প্রকাশ্যে আসে। পয়লা ঝলকে আইনজীবীর ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন অক্ষয়। দেশাত্মবোধক ছবি ‘কেশরী ২’। তা নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেতা। ভারতের বীর ইতিহাসের কথা বলে এই ছবি। অক্ষয় বলেন, ‘আমার ঠাকুরদা জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন। আমার বাবাকে বলেছিলেন সব কথা। ছোট থেকেই বাবার মুখে ঘটনার বিবরণ শুনে বড় হয়েছি। তাই এই ছবিটা আমার কাছে কেবলই একটা ছবি নয়। চরিত্রটাও তাই। ইতিহাসের পাতার মধ্যে গিয়ে হেঁটে গিয়েছি অভিনয় করতে-করতে। ছোটবেলায় শোনা ঘটনাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে।’

সি শঙ্করণ নায়ারের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে ভারতীয়দের না-বলা কাহিনি ব্যক্ত করা হয়েছে তাতে। বলেন, ‘চিত্রনাট্য শুনেই বুঝেছিলাম, এই ছবির অংশ আমাকে হতেই হবে।’

এর আগেও একাধিক দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মিশন মঙ্গল, রুস্তম, কেশরী, এয়ারলিফট, একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবার কেশরী ২ তে অক্ষয় কুমারের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।