পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই এবারে অধিনায়ক সলমন আলি আঘাকে সরিয়ে দেওয়া হতে পারে। আসলে এশিয়া কাপ ক্রিকেটে ভারতের কাছে তিনটি ম্যাচেই পাকিস্তান হেরে যাওয়ার পরে সমস্ত দায় দেওয়া হয়েছে সলমনের উপরে। সেই কারণে তাঁর অধিনায়কের ব্যাটনটা হাত থেকে বেরিয়ে যাবে। এতদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড আঘার পাশে থাকলেও, ধীরে ধীরে তাঁর প্রতি যে আস্থা ছিল, হারি যাচ্ছে। পাকিস্তানের অনেক ক্রিকেটার এশিয়া কাপে তাঁদের ব্যর্থতার জন্য আঙুল তুলেছেন অধিনায়ক সলমনের দিকে। তাঁদের দাবি, টি-টোয়েন্টি ক্রিকেটে সলমনের খেলার যোগ্যতাই নেই। সেই কারণেই সমালোচনার তির তাঁকে বিদ্ধ করেছে।
জানা গিয়েছে, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে শাদাব খানকে। পাকিস্তানের হয়ে ৭০টি এক দিন ও ১১২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে শাদাবের। মাঝে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচারের পর আবার ক্রিকেটে ফিরেছেন শাদাব। তাঁর কাঁধে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শাদাব। শাদাবের উপরেই ভরসা রাখতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Advertisement
Advertisement
Advertisement



