শব্দবাজি বন্ধ নিয়ে রাজ্য প্রশাসনের উদাসীনতার মধ্যেই কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আধ ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের বক্তব্য তলব করে। আদালত জানতে চায়, ২২ সেপ্টেম্বর বৈঠকের পর মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কি না।
বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের নির্দেশে আইনজীবীদের বলা হয়েছে, প্রয়োজন হলে সরাসরি মুখ্যসচিবকে ফোন করে নিশ্চিত হতে হবে যে বিজ্ঞপ্তিটি বাস্তবে কার্যকর হয়েছে কি না। আদালতের অভিযোগ, শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য উদাসীন। শুধুমাত্র কাগজকলমে কাজ করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, কিছুদিন আগে কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ কমিশনার বৈঠক ডেকেছিলেন। রাজ্যে উৎসবের মরসুমে আতশবাজি ফাটানোর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিধানসভায় পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, দীপাবলিতে সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা এবং ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত আতশবাজি ব্যবহার করা যাবে।
Advertisement
আগেই কলকাতা হাইকোর্ট দীপাবলির রাতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৯০ ডেসিবেল সীমা নির্ধারণ করেছে। এবার আদালত সরাসরি জানতে চায়, রাজ্যের মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি বাস্তবে কতটা কার্যকর হয়েছে।
Advertisement



