• facebook
  • twitter
Monday, 8 December, 2025

কালামের ৯৪তম জন্মবার্ষিকী উৎসবে শিশুদের উদ্দীপনায় মুগ্ধ শুভাংশু

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই সম্মেলনে শিক্ষার্থীরা মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে আলোচনা এবং অনুপ্রেরণামূলক প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের জনপ্রিয় মহাকাশচারী ও ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ড. এ. পি. জে. আব্দুল কালামের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। তিনি বলেন, ‘আজ আমরা ভারতের স্বপ্নদ্রষ্টা, মিসাইল ম্যান ড. কালামের জন্মবার্ষিকী উদযাপন করছি। হায়দরাবাদে এসে এই সম্মেলনে বক্তৃতা দিতে পারা আমার জন্য গৌরবের বিষয়।’

শুভাংশু শুক্লা শিশুদের উদ্দীপনা, জ্ঞান ও প্রতিভা দেখে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এত শক্তিশালী উদ্যোগ! শিশুদের এ ধরনের উদ্দীপনা ও জ্ঞান দেখে আমি সত্যিই খুশি। এখানে থাকা ও তাঁদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত আনন্দের।’

Advertisement

সূত্রের খবর, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই সম্মেলনে শিক্ষার্থীরা মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে আলোচনা এবং অনুপ্রেরণামূলক প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানটি দেশের যুব সমাজকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে অনুপ্রাণিত করার জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আহ্বান জানানো হয় প্রথম মহাকাশ স্টেশনে যাওয়া ভারতীয় শুভাংশু শুক্লাকে।

Advertisement

Advertisement