• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গর্তে পড়ে মৃত্যুতে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ

বাণিজ্য নগরীর রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দে ভরা। দুর্ঘটনা লেগেই আছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না বলেই জানিয়ে দিয়েছে বোম্বে হাই কোর্ট।

প্রতীকী চিত্র

বাণিজ্য নগরীর রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দে ভরা। দুর্ঘটনা লেগেই আছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না বলেই জানিয়ে দিয়েছে বোম্বে হাই কোর্ট। পাশাপাশি সেখানকার রাস্তার গর্তে পড়ে কারও মৃত্যু হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। খারাপ রাস্তার কারণে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে বোম্বে হাই কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে বোম্বে হাই কোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, রাস্তায় যে খান্দাখন্দ হয়েছে তার দায় এড়িয়ে যেতে পারে না স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে মুম্বইয়ের রাস্তার হাল কেন খারাপ হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এই সঙ্গে বোম্বে হাই কোর্ট জানিয়েছে, প্রশাসন তার দায় এড়িয়ে যেতে পারে না। এই অবহেলার জন্য ‘কোনও ক্ষমা করা যায় না’ বলেও মন্তব্য করেছে আদালত। সেই সঙ্গেই রাস্তা রক্ষণাবেক্ষণে উদাসীনতার বিষয়টি তুলে ধরেছে। সম্প্রতি রাস্তা খারাপ থাকার কারণে মহারাষ্ট্র জুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে। এ নিয়ে একাধিক মামলাও রুজু হয়েছে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে বোম্বে হাই কোর্ট।

Advertisement

Advertisement

Advertisement