দুর্গাপুর কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সাফিককে গ্রেপ্তার করতে সাহায্য করেছিলেন তাঁরই বোন। এই কাজ করে সাহস ও সততার পরিচয় দিয়েছেন রোজিনা নামে ওই যুবতী। পুলিশ সূত্রে খবর, বিরজা গ্রামের বাসিন্দা রোজিনা তাঁর ভাইকে গ্রেপ্তার করতে তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। রোজিনা জানিয়েছেন, তিনি চান নির্যাতিতা তরুণী বিচার পাক।
জানা গিয়েছে, সোমবার সকালে রোজিনা পুলিশের একটি দলকে নিয়ে আন্দাল ব্রিজের নিচের একটি স্থানে গিয়েছিলেন। সেখানেই তাঁর ভাইকে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তিনি। রোজিনার কথা মতো ওই এলাকায় আসেন অভিযুক্ত সাফিক। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে ঘিরে ধরে গ্রেপ্তার করে। রোজিনা জানিয়েছেন, ঘটনার পর থেকে প্রতিদিন পুলিশ তাঁদের বাড়িতে এসে খোঁজখবর করতেন। এর জন্য তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছিল। তাঁর ভাইয়ের স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁদের তো আর কোনও দোষ নেই। এই ঘটনার পর থেকে তাঁদেরও সমস্যায় পড়তে হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর সাফিক পুলিশের ভ্যানে উঠে ভয়ে কাঁপছিল বলে জানিয়েছেন রোজিনা।
রোজিনা আরও জানিয়েছেন, তাঁরা গরিব মানুষ। কিন্তু তাঁদের আত্মসম্মান রয়েছে। তাঁর ভাই সাফিক অপরাধ করলে তাঁর শাস্তি পাওয়া উচিত। যেকোনও পরিস্থিতিতে নির্যাতিতা বিচার পাক সেটাই তিনি চান। রোজিনার এই মানসিকতা পুলিশকে বিশেষভাবে সাহায্য করেছে।
Advertisement