• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পূর্ণশক্তি নিয়েই বাংলা দল ইডেনে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে নামছে

এবারে বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলা আগামী ১৫ অক্টোবর। ইডেন উদ্যানে বাংলা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

ছবি: সৌজন্যে সিএবি

সেই ৯০ দশকে সম্বরণ ব্যানার্জির নেতৃত্বে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ইডেন উদ্যানে প্রতিযোগিতার ফাইনালে দিল্লি মুখোমুখি হয়ে বাংলা ট্রফি তুলে নিয়েছিল। রঞ্জি ট্রফিতে বর্তমানের সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির অভিষেক হয়েছিল। অবশ্য বাংলার প্রথম একাদশে সৌরভ ছিলেন না। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলির জায়গা হয়েছিল প্রথম একাদশে। কিন্তু স্নেহাশিস নিজে না খেলে সৌরভকে জায়গা করে দিয়েছিলেন। আর সেই ম্যাচেই নজর কেড়েছিলেন সৌরভ। সেই সৌরভ আবার রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলাকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাইছেন। বর্তমানে তিনি সিএবি সভাপতি। স্বাভাবিক ভাবেই সৌরভের কাছে একটা চ্যালেঞ্জ হতেই পারে। তিনি যেমন খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন তেমনি আবার বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হিসেবে খেতাব জয়ী বাংলাকে দেখতে চাইছেন।

এবারে বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলা আগামী ১৫ অক্টোবর। ইডেন উদ্যানে বাংলা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। অনুষ্টুপ মজুমদারের কাছ থেকে অধিনায়কের ব্যাটন না কেড়ে নিয়ে এবারে সেই ব্যাটনটা দেখতে পাওয়া যাবে অভিমন্যু ঈশ্বরনের হাতে। ইতিমধ্যেই কোচ লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে জোরদার অনুশীলন করছে বাংলা দল। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে বাংলা দল অনুশীলন করছে। বাংলা দলের খেলোয়াড়ররা অত্যন্ত সিরিয়াস। রঞ্জি ট্রফি ক্রিকেটে আবার কিভাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছানো যায় সেই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ। কিভাবে বাংলা দলের শাপমুক্তি ঘটবে সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় তিন দশক হয়ে গেল বাংলা দল ফাইনালে খেলার সুযোগ পেলেও খেতাব জিততে পারেনি।

Advertisement

তাই এবারে পূর্ণ শক্তি নিয়ে বাংলা দল প্রথম ম্যাচ থেকেই ঝাঁপাতে চাইছে। এবারে বাংলা দলে খেলবার জন্য মহম্মদ শামিকে পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া সফরে শামি জায়গা না পাওয়ায় ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। শামি নিজেও ইচ্ছা প্রকাশ করেছেন বাংলার হয়ে তিনি খেলতে রাজি। রবিবারেই কলকাতায় আসছেন মহম্মদ শামি। সোমবার থেকেই তিনি বাংলা দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন। চোটের কারণে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। সেই কারণেই বলতে দ্বিধা নেই শামি বাংলা দলে যোগ দেওয়ায় শক্তি আরও বেড়ে যাবে। সতীর্থ খেলোয়াড়রাও অনুপ্রাণিত হবেন শামির যোগদানে। এবাদেও আকাশদীপকেও পাওয়া যাবে বাংলা দলে। রবিবারই থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। শনিবার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল।

Advertisement

এখানে একটা বড় প্রশ্ন দেখা দেবে শামির ব্যাপারে। বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলীর সদস্যরা অবশ্যই চোখ রাখবেন মহম্মদ শামির উপরে। সামনে দক্ষিণ আফ্রিকা ও আসন্ন একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আদৌ জায়গা হবে কিনা সেটাও দেখে নিতে চাইবেন নির্বাচকরা। আবার ফিটনেসের ব্যপারেও শামির উপরে বিশেষ চোখ রাখা হবে। তাই শামিকেও সতর্ক থাকতে হবে বল করার ক্ষেত্রে। বাংলার বোলিং বিভাগের পাশে ব্যাটিংয়ের লাইনআপটাও বেশ শক্তিশালী তাই দীর্ঘদিনের বাংলা দলের ব্যর্থতা কাটিয়ে রঞ্জি ট্রফিতে আবার কি জয়ের হাসি দেখতে পাওয়া যাবে! ছবি: সৌজন্যে সিএবি

Advertisement