• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিহারের প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে প্রতিশ্রুতি তেজস্বীর

রাজ্যের প্রত্যেকটি পরিবারের অন্ততপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।

তেজস্বী যাদব

বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে রাজ্যের প্রত্যেকটি পরিবারের অন্ততপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই নিয়ম কার্যকর করতে পদক্ষেপ করা হবে বলে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে ঘোষণা করেন তেজস্বী। তিনি বলেছেন, বিহারে এমন কোনও পরিবার থাকবে না, যে পরিবারে কেউ সরকারি চাকরি করে না। তেজস্বীর এই প্রতিশ্রুতি বিহারের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তেজস্বী যাদব বলেছেন, ‘বিগত ২০ বছর ধরে এই সরকার বোঝেনি যে এখানে বেকারত্ব সবথেকে বড় ইস্যু। জেডিইউ, বিজেপি কেউ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, বেকারত্বের ভাতা দিচ্ছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক পরিবারে যেন একজন করে সরকারি চাকরি পান, তা আমরা নিশ্চিত করব। সরকার গঠনের ২০ দিনের মধ্যে আমরা এর জন্য একটি নতুন আইন করব এবং ২০ মাসের মধ্যে একটি বাড়িও সরকারি চাকরি ছাড়া থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘বিহারের মানুষ এবার পরিবর্তন চাইছেন। সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি আমরা বিহারের মানুষের জন্য অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করব। এর জন্য কেবল দৃঢ় সংকল্পের প্রয়োজন।’ যাদব ঘোষণা করেন, সরকার গঠনের ২০ দিনের মধ্যে কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে একটি নতুন আইন চালু করা হবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের ২০ মাসের মধ্যে এই প্রকল্পটি রাজ্য জুড়ে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।

Advertisement

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে তিনি যে অনেকগুলি ঘোষণা করবেন বলেছিলেন তার মধ্যে এটিই প্রথম। তাদের অগ্রাধিকার হল বিহারের জনগণকে বেকারত্ব ভাতা দেওয়ার বদলে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

Advertisement

নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা করেছেন তেজস্বী যাদব। ২৪৩ আসনবিশিষ্ট এই বিধানসভায় ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট হবে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। বিহারে মোট ভোটার ৭ কোটি ৪১ লক্ষ। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে ৫ বছরে ১ কোটি মানুষের কাজের সুযোগ করে দেবেন। অপেক্ষা ছিল বিরোধী জোটের নেতা তেজস্বী যাদব কী ঘোষণা করেন তার দিকে।এবার পাল্টা প্রতিশ্রুতি দিলেন তিনিও।

এই প্রতিশ্রুতি আরজেডির নির্বাচনী প্রচারে এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয়। রাজনৈতিক মহলের ধারণা, তেজস্বীর এই ঘোষণা রাজ্যের ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, যুব সমাজের একটা বড় অংশের কাছে তেজস্বীর বার্তা ইতিবাচক সাড়া ফেলেছে। এটা স্পষ্ট যে নীতীশ কুমার গত ৫ বছরে বিহারে কাজের সুযোগ করে দিতে পারেননি। এই নিয়ে যুব সমাজের মধ্যে অসন্তোষ রয়েছে। আরজেডি মনে করছে, নীতীশ ও মোদী যেভাবে ১ কোটি কাজের সুযোগের কথা বলছেন, তা নির্বাচনী ‘জুমলা’ বলেই ধরে নেবে মানুষ। কারণ, অতীতেও মোদী বছরে ২ কোটি কাজের সুযোগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তেজস্বী যাদবের কথায় ‘এটি হল আমার প্রতিজ্ঞা। এটা কোনও জুমলবাজি নয়।’

Advertisement