ক্রিকেটারদের কাছে বয়স একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় একটা সময়। এমনই ঘটনা ঘটেছে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ক্ষেত্রে। ৩৮ বছরে পৌঁছেও রোহিত পুরো ছন্দে রয়েছেন। এখনও ব্যাট হাতে দর্শকদের মন জয় করে নিতে পারেন। ইতিমধ্যেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু একদিনের ক্রিকেট খেলতে তাঁর আপত্তি নেই। তাই হয়তো তিনি নিজে ভেবেছিলেন আগামী ২০২৭ সালে একদিনের বিশ্বকাপে ভারতীয় দলরকে নেতৃত্ব দিয়ে ট্রফি এনে দেবেন। কিন্তু আশা তিনি হয়তো এই মুহূর্তে আর করছেন না। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে থাকলেও, নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে খেলতে হবে। আর এবারে রোহিত ভক্তদের সামনে আরও খারাপ আসতে পারে বলে ধারণা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার।
গত কয়েক বছর ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বমঞ্চে রোহিত শর্মা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়েছেন দেশকে। ব্যাট হাতে তাঁর দক্ষতা এখনও কথা বলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ১৮০ রান করেছিলেন। এর পরেও নির্বাচকরা কোনওভাবে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে মান্যতা দেননি। সেই জায়গায় তরুণ ক্রিকেটার শুভমন গিলকে অধিনায়কের ব্যাটনটা তুলে দিতে কোনও দ্বিধা প্রকাশ করেননি। নিঃসন্দেহে নির্বাচকরা শুভমন গিলকে সামনে র্খে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের কথা ভেবেছেন। রোহিতের আরও দু’বছর বয়স বেড়ে যাবে। অর্থাৎ ৪০ বছরে রোহিত পা দেবেন। ওই বয়সে কোনওভাবে রোহিত নিজেকে প্রকাশ করতে পারবেন না। ইতিমধ্যে লাল বলের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে শুভমন গিল প্রমাণ করে দিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে অধিনায়ক সূর্যকুমার যাদবকে সহযোগিতা করবার জন্য সহ অধিনায়ক হিসেবে কী ভূমিকা হওয়া উচিত, তা প্রত্যেক ক্রিকেটপ্রেমীরা দেখতে পেয়েছেন। আসলে বিসিসিআইয়ের কর্মকর্তা ও নির্বাচকরা চাইছেন তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখে একদিনের ভারতীয় দল গঠন করা। সেই কারণে রোহিত শর্মার আগামী একদিনের বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হবে কিনা, তা নিয়ে সংশয় উঁকি দিয়েছে। এই রকম পরিস্থিতি সত্যি যদি অনুভব করেন, তাহলে রোহিত শর্মা নিজেই ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন।
Advertisement
সুনীল গাভাসকার জানিয়েছেন, রোহিত শর্মার সামনে কঠিন সময় আসছে। আগামী বিশ্বকাপে তাঁর জায়গা মোটেই সহজ হবে না। আসলে ভারতীয় দল খুব বেশি একদিনের ক্রিকেট খেলে না। সেই কারণে নির্বাচকরা রোহিত শর্মাকে খুব একটা চিন্তা-ভাবনা করছেন না। অস্ট্রেলিয়া সফর তাঁর কাছে বড় পরীক্ষা। সেখানে তিনি ব্যর্থ হলে অন্য কোনও কিছু বলার থাকবে না। শুভমন গিলকে অধিনায়ক করার পিছনে নির্বাচকদের চিন্তাভাবনা খেলা করেছে আগামী বিশ্বকাপ ক্রিকেটের জন্যে। এটা ভাবতে হবে একজন তরুণ ক্রিকেটার যে কোনও চ্যালেঞ্জকে জবাব দেওয়ার জন্যে নিজেকে উজাড় করে দিতে পারেন। সেক্ষেত্রে অভিজ্ঞতা সেইভাবে দেখা দেয় না। একজন তরুণ ক্রিকেটারের সাহস ও জেদ বড় জায়গায় নিয়ে যায়। বিসিসিআইয়ের কর্মকর্তারা নতুন ভাবনায় শুভমন গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তে রোহিত শর্মা বেশ চাপে পড়ে গেছেন। তাই অনেকেই বলছেন, আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে খুব একটা বেশিদিন রোহিত শর্মাকে দেখতে পাওয়া যাবে না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরের পরে রোহিত শর্মা একদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবে। এমন ধারণার কথা সুনীল গাভাসকারের গলায় প্রতিধ্বনিত হল। রোহিত ভক্তদের সতর্ক
করে রাখলেন।
Advertisement
Advertisement



