জুবিন গার্গের মৃত্যু রহস্য নিয়ে জটিলতা দিনকে দিন বেড়েই চলেছে। সিঙ্গাপুরে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরই ব্যান্ডের অন্যতম সদস্য শেখরজ্যোতি গোস্বামী। জুবিনের মৃত্যুর ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল ব্যান্ড সদস্য শেখর জ্যোতিকে। এছাড়াও গ্রেপ্তার করা হয় সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত ও জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। সিদ্ধার্থ শর্মাকে আগেই জামিন অযোগ্য ধারায় আটক করা হয়েছে। অন্য ২ ব্যান্ড সদস্যের মধ্যে ১ জন হলেন শেখর জ্যোতি এবং অপরজন অমৃতপ্রভা মোহন্ত।
শুক্রবারই সিঙ্গাপুর সরকারের তরফ থেকে জুবিনের স্ত্রীর হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। প্রয়াত গায়কের স্ত্রী গরিমা নিজের কাছে রাখতে চাইছেন না সেই রিপোর্ট। তিনি জানিয়েছেন, এটি তাঁর কোনও ব্যক্তিগত নথি নয়। যাঁরা জুবিন সম্পর্কে তদন্ত করছেন রিপোর্টটি তাঁদের কাজে লাগবে। সিঙ্গাপুরে থাকা অসমের বাসিন্দাদের সাহায্য ছাড়া তদন্ত সম্পূর্ণ করা সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Advertisement
গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথমে স্কুবা ডাইভিং, তারপর সাঁতার কাটার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। এবার উঠে এসেছে ষড়যন্ত্রের তত্ত্ব। জুবিনকে বিষ দেওয়া হয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শেখরজ্যোতি গোস্বামী।
Advertisement
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে সমুদ্রে নেমে স্কুবা ডাইভিং করার সময় জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি।
জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শেখরজ্যোতি গোস্বামী। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানিয়েছেন, ইয়ট করে যখন জুবিনকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আচমকাই সিদ্ধার্থ শর্মা চালককে সরিয়ে দিয়ে ইয়ট চালাতে শুরু করেন। উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে আচমকাই ইয়ট চালান, যা মোটেই স্বাভাবিক কাজ ছিল না বলে দাবি জ্যোতির। পাশাপাশি আরও একাধিক অভিযোগ তুলেছেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Advertisement



