• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি-এনসিআরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ব্যাহত স্বাভাবিক জনজীবন

দিল্লি ও এনসিআর অঞ্চলে মঙ্গলবার সকালে হঠাৎ করে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।

দিল্লি ও এনসিআর অঞ্চলে মঙ্গলবার সকালে হঠাৎ করে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই রাজধানী ও তার আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়, যার ফলে বহু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। অফিস টাইমে ব্যাপক যানজটের ফলে নাকাল হন যাত্রীরা। নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেরও একাধিক অংশে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। নয়ডা ও গাজিয়াবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, দিল্লি ও গুরুগ্রামে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে বিমান পরিষেবাও। দিল্লি বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামায় দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থা যাত্রীদের আগেভাগে বিমান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তবেই রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, অতিরিক্ত সময় হাতে রেখে যাত্রা শুরু করার অনুরোধ জানানো হয়েছে, কারণ শহরের বিভিন্ন রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে।

Advertisement

এদিকে, মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি-এনসিআর অঞ্চলে মঙ্গলবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুরুগ্রাম ও দিল্লির জন্য ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টি আরও কিছুদিন স্থায়ী হলে রাজধানীর স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের পক্ষ থেকে এখনই দ্রুত জলনিকাশি ও যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Advertisement