• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার তাঁরই দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী

গায়কের শেষকৃত্যু সম্পন্ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হল জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী

সঙ্গীতশিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবার মত্যু হয় গায়কের। তাঁর মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্তের নির্দেশ দেন। এবার গায়কের মৃত্যুতে সিট গঠন করল অসম সরকার। ভিনদেশে ভূমিপুত্রের আকস্মিক প্রয়াণে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন। গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।

বছরখানেক ধরেই জুবিনের সঙ্গে কাজ করতেন শেখরজ্যোতি। তাঁর কথায় জলে নেমেছিলেন গায়ক জুবিন। জল নামলেও তা থেকে আর ওঠা হয়নি তাঁর। জলের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে জুবিনের ড্রামারকে গ্রেপ্তার করে সিট। সেই সঙ্গে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি অভিযান চালান সিট-এর আধিকারিকরা। মোহন্ত ছাড়াও, সিঙ্গাপুর-অসম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Advertisement

উল্লেখ্য, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল সঙ্গীতশিল্পী জুবিন গার্গের। তার আগেই ১৯ তারিখেই প্রয়াত হন তিনি। জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল বলে খবর। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা বেড়ে যায় কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তাই আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement

Advertisement